Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনীর টানা জয়, ম্যাচ সেরা মাশরাফি


২৯ মার্চ ২০১৯ ১৮:৩৫ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১৮:৩৬

টানা দ্বিতীয় ও আসরের ষষ্ট জয়ের দেখা পেল আবাহনী লিমিটেড। শুক্রবার (২৯ মার্চ) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি আসরের ৩৭তম ম্যাচে ২৯ রানের জয় তুলে নিয়েছে মাশরাফি-মোসাদ্দেকরা। তাতেই লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করতে নামে আবাহনী। উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুলের দুর্দান্ত এক শতকে (১৩০) ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে আবাহনী। জবাবে ব্যাট করতে নেমে মাশরাফি বিন মর্তুজার বোলিং তোপে পড়ে ৪৮.৪ ওভারে ২৫৭ রানেই থামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইনিংস।

বিজ্ঞাপন

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনার রনি তালুকদার। এরপর দলীয় ৫৩ রানে ব্যক্তিগত ১৫ রান তুলে ফেরেন আরেক ওপেনার মাইশুকুর রহমান। তবে এরপর শামসুর রহমানকে সঙ্গে করে দলের হাল ধরেন অধিনায়ক ইমরুল কায়েস। ঝড়ো ব্যাটিংয়ে ইমরুল তুলে নেন লিস্ট-এ ক্যারিয়ারের দশম ক্যারিয়ার। ১০০ বলে ১৩ চার ও ৩ ছক্কায় দুর্দান্ত শতকটি তোলেন তিনি।

আরও পড়ুন: লিস্ট-এ ক্রিকেটে দশম শতক ইমরুলের

কিন্তু দলীয় ১৯০ রানে তাকে থামিয়ে দেন মাশরাফি বিন মর্তুজা। তার বলে সৌম্য সরকারের হাতে ক্যাচে দিয়ে ফেরার আগে ১১৮ বলে ১৫ চার ও ৫ ছক্কায় ১২৬ রান তোলেন ইমরুল। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১০৬.৭৭।

এছাড়াও শামসুর রহমান ৩০, তৌহিদ তারেক ৩৯ ও আবু হায়দার অপরাজিত ১৬ রান করেন।

আবাহনীর হয়ে ১০ ওভারে বল হাতে ৪৬ রান খরচায় সর্বোচ্চ ৬টি উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা। এছাড়াও ২টি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, আর ১টি উইকেট পান সানজামুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ১৩৮ বলে ১৪ চার ও ২ ছক্কায় এই ইনিংসটি সাজান তিনি। আর অধিনায়ক মোসাদ্দেক হোসেন খেলেন ৭১ রানের ইনিংস। তাতে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে আবাহনী।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ২টি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি ও নাসুম আহমুদ। এছাড়াও আবু হায়দার ও পারভেজ রসুল একোটি করে উইকেট নেন।

ম্যাচসেরার পুরষ্কার পান মাশরাফি বিন মর্তুজা।

সারাবাংলা/এসএন

আবাহনী লিমিটেড ডিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর