খেলাঘরকে হারিয়ে শেখ জামালের টানা তৃতীয় জয়
২৯ মার্চ ২০১৯ ১৭:১৬ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১৭:২৭
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তৃতীয় জয়ের দেখা পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুক্রবার (২৯ মার্চ) নিজেদের সপ্তম ও আসরের ৩৮তম ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে খেলাঘর। জবাবে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল (১৮৫/৫)।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ইমতিয়াজ হোসেন ও ফারদ্বীন হোসেন মিলে ৫০ রানের জুটি গড়েন। তবে এরপর ফারদ্বীন ফেরেন ব্যক্তিগত ২৫ রানে। এরপর তানভীর হায়দার ২৫, ইমতিয়াজ হোসেন ৪৭, নাসির হোসেন ২০ ও নুরুল হোসেন সোহান ২২ রান করে আউট হন। আর শেষ দিকে জিয়াউর রহমান ও তাইজুল ইসলাম মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত জিয়াউর ২০ ও তাইজুল ১৫ রানে অপরাজিত থাকেন।
খেলাঘরের হয়ে ২টি করে উইকেট নেন তানভীর ইসলাম ও রবিউল হক। এছাড়াও একটি উইকেট নেন ইরফান হোসেন।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে খেলাঘরের মনিরুল ইসলাম সর্বোচ্চ ৫৫ রান তোলেন। এছাড়াও অমিত মজুমদার ৪০, রাফসান আল মাহমুদ ২৬ ও মাসুম খান ১৮ রান করেন।
শেখ জামালের হয়ে ৩টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। আর একোটি করে উইকেট নেন নাসির হোসেন ও এনামুল হক (২)।
ম্যাচসেরার পুরষ্কার পান শেখ জামালের তাইজুল ইসলাম।
সারাবাংলা/এসএন