Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ নিতে চায় কোচ ও ফুটবলাররা


২৮ মার্চ ২০১৯ ২০:৪৭ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:৩৮

ঢাকাঃ লঙ্কান বধ করে দেশে ফিরলেন বাংলাদেশের ফুটবলার। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেও প্রথমবারের মতো জয় নিয়েই বলতে গেলে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েই দেশে ফিরলেন ফুটবলাররা। বৃহস্পতিবার রাজধানী ঢাকায় পা রেখেছেন জেমি ডে’র শিষ্যরা।

রবিউল-সুফিল-বিপলুরা বুধবার বাহরাইন থেকে কুয়েত হয়ে ঢাকায় ফিরেছেন। বুধবার (২৭ মার্চ) সকালে বাহরাইনের মানামা থেকে কেইউ ৬১৪ ফ্লাইটে চেপে কুয়েতে। সেখান থেকে বিকেল সাড়ে পাঁচটার ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন বৃহস্পতিবার (২৮ মার্চ)।

বিজ্ঞাপন

রাজধানীতে নেমেই বিমানবন্দর থেকে একে একে বের হয়ে আসছেন বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের সদস্যরা। বাহরাইন অভিযান সফল না হলেও, যে আত্মবিশ্বাস নিয়ে ফিরছেন তা স্পষ্টই দেখা যাচ্ছিলো তাদের চোখে-মুখে।

কাতারের ১০ দিনের বিশেষ ক্যাম্প শেষে এএফসি চ্যাম্পিয়নশিপের শুরুটা হারে হলেও শেষটা জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলেও হারের মুখ দেখা লাল-সবুজ জার্সিধারীরা জয় উপহার দিয়েছে মঙ্গলবার স্বাধীনতা দিবসের বিশেষ দিনটিতেই।

বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের প্রাথমিক বাছাইপর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের ফুটবলাররা।

এর আগের দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জেমি ডে’র শিষ্যরা। তবে, র‌্যাংকিংয়ে যোজন এগিয়ে থাকা বাহরাইন ও ফিলিস্তিনের সঙ্গে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে জনি-রবিউল-সুফিলরা। ম্যাচ দু’টি ভালো সুযোগ তৈরির পরও মাত্র এক গোলের পয়েন্ট হাতছাড়া করতে হয়েছে লাল-সবুজদের।

এটিকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লঙ্কান বধে গোল করে উচ্ছ্বাসে ভাসা ফুটবলার টুটুল হোসেন বাদশা জানান, `ম্যাচটা আমাদের অনেক চ্যালেঞ্জিং ছিলো কারণ দুইটা ম্যাচ হারার পর আমরা আতংকে ছিলাম। এই ম্যাচটায় আমাদের ভালো কিছু করার ইচ্ছা ছিলো এটা আমরা করে দেখিয়েছি।‘

লংকান বধ দিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে জয় উপহার দিলো বাংলাদেশ। এর আগে তিন আসরে ১০ ম্যাচ খেলেও কোনো জয়ের স্বাদ পায়নি লাল-সবুজরা। এবার তিন ম্যাচেই দেশের ফুটবলপ্রেমীদের মন জয় করেছে জেমি ডে’র শিষ্যরা।

বিজ্ঞাপন

দলের সমন্বয়ক এই বৃটিশ কোচের মুখেও ফুটবলারদের প্রশংসা,`আমাদের শুরুটা ভালো না হলেও শেষটা কিন্তু দুর্দান্ত হয়েছে। ছেলেরা নিজেদের উন্নতিটা মাঠে দেখিয়েছে, আমি ওদের নিয়ে সন্তুষ্ট। আশাকরি আসছে জুনে বিশ্বকাপের বাছাইয়ে ওরা একই ভাবে খেলবে।‘

সাফে অংশ নেয়া পাঁচটি দলের মধ্যে একমাত্র বাংলাদেশই জয় নিয়ে ফিরছে টুর্নামেন্ট থেকে। সঙ্গে প্রথমবারের জয়ের আনন্দ নিয়ে দেশে ফেরা। এখন প্রিমিয়ার লিগ খেলতে নিজ নিজ ক্লাবে যোগ দেবেন ফুটবলাররা। এরপর ২৮ মে আবারো জাতীয় দলের ক্যাম্প শুরু হবে কোচ জ়েমির অধীনে।

সারাবাংলা/জেএইচ

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জ জেমি ডে বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর