Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ার্ন, অ্যাতলেতিকো, আর্সেনালের প্রতিপক্ষ রিয়াল


২৮ মার্চ ২০১৯ ১১:০০

২০১৯ সালের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের সূচি প্রকাশিত হয়েছে। অফিসিয়ালি সূচি ঘোষণায় জানানো হয়, ইউরোপিয়ান শীর্ষ লিগের পর আগামী ১৬ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে ফুটবলের জায়ান্ট দলগুলোর এই লড়াই। হাইভোল্টেজ মহারণের টুর্নামেন্টে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোমা-চিভাস। আর শেষ হবে জুভেন্টাস-অ্যাতলেতিকোর ম্যাচ দিয়ে।

এবারের প্রতিযোগিতায় থাকছে স্প্যানিশ ডার্বি ম্যাচ। যেখানে মুখোমুখি হবে স্পেনের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেতিকো মাদ্রিদ। রিয়ালকে খেলতে হবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে, খেলতে হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষেও। আর জুভেন্টাসের বিপক্ষে লড়তে হবে অ্যাতলেতিকোকে। চ্যাম্পিয়ন্স লিগের এই আসরে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভিদের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে এবার বিদায় নিতে হয়েছে অ্যাতলেতিকোকে।

বিজ্ঞাপন

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের এবারের আসরে রোনালদোর জুভেন্টাস খেলবে ইংলিশ জায়ান্ট হ্যারি কেইনের টটেনহ্যামের বিপক্ষে। আবার টটেনহ্যামকে খেলতে হবে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। টটেনহ্যামের আরেক প্রতিপক্ষ ইতালিয়ান ফেভারিট ইন্টার মিলান। মিলানের দলটির প্রতিপক্ষ আছে ইংলিশ ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ জুলাই এবং ৩ আগস্ট দুবার মুখোমুখি হবে এই দলদুটি।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ২০১৯ এর সূচি:
১৬ জুলাই: রোমা-চিভাস (সিটিজেক স্টেডিয়াম, ইলিনয়)
১৭ জুলাই: আর্সেনাল-বায়ার্ন মিউনিখ (ডিগনিটি হেলথ স্পোর্টস পার্ক, কারসন, ক্যালিফোর্নিয়া)

২০ জুলাই: ম্যানচেস্টার ইউনাইটেড-ইন্টার মিলান (ন্যাশনাল স্টেডিয়াম, সিঙ্গাপুর)
২০ জুলাই: আর্সেনাল-রোমা (ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, উত্তর ক্যারোলিনা)
২০ জুলাই: বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ (এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, টেক্সাস)
২০ জুলাই: বেনফিকা-চিভাস (লেভিস স্টেডিয়াম, সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া)

বিজ্ঞাপন

২১ জুলাই: জুভেন্টাস-টটেনহ্যাম হটস্পার (ন্যাশনাল স্টেডিয়াম, সিঙ্গাপুর)
২৩ জুলাই: রিয়াল মাদ্রিদ-আর্সেনাল (ফেডেক্স ফিল্ড, ল্যান্ডওভার, মেরিল্যান্ড)
২৩ জুলাই: বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান (অ্যারেহেড স্টেডিয়াম, কানসাস সিটি, মিসৌরি)
২৩ জুলাই: চিভাস-অ্যাতলেতিকো মাদ্রিদ (গ্লোব লাইফ পার্ক, আর্লিংটন, টেক্সাস)

২৪ জুলাই: জুভেন্টাস-ইন্টার মিলান (নানজিং অলিম্পিক স্পোর্টস কমপ্লেক্স, নানজিং, চীন)
২৪ জুলাই: রোমা-বেনফিকা (রেড বুল এরিনা, হ্যারিসন, নিউ জার্সি)
২৫ জুলাই: টটেনহ্যাম-ম্যানচেস্টার ইউনাইটেড (হংকং ফুটবল স্টেডিয়াম, সাংহাই)
২৬ জুলাই: রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদ (মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি)
২৮ জুলাই: ইন্টার মিলান-বেনফিকা (গিলিয়েট স্টেডিয়াম, ফক্সবোরো, ম্যাসাচুসেটস)

০৩ আগস্ট: ম্যানচেস্টার ইউনাইটেড-ইন্টার মিলান (প্রিন্সিপ্যালি স্টেডিয়াম, কার্ডিফ, ওয়েলস)
০৪ আগস্ট: টটেনহ্যাম হটস্পার-ইন্টার মিলান (টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, লন্ডন, ইংল্যান্ড)
১০ আগস্ট: অ্যাতলেতিকো মাদ্রিদ-জুভেন্টাস (ফ্রেন্ডস এরিনা, স্টকহোম, সুইডেন)

সারাবাংলা/এমআরপি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপ মিলান রিয়াল রোমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর