Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ স্কোয়াডে চমকের সম্ভাবনা কম: পাপন


২৬ মার্চ ২০১৯ ১৭:৫৫ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:৩৪

বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। সেখানে নতুন চমকের সম্ভাবনা কম দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (২৬ মার্চ) বিসিবিতে একথা বলেন বিসিবি সভাপতি।

বিশ্বকাপ দলে কোনো নতুন কোনো চমক আসছে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘চমকের বিষয় এখানে না। আমরা ১৫ জনের একটা দল বানাবো। আপনি যদি নামগুলো দেখেন তাহলেই তো বুঝবেন। তামিম আর দুই ওপেনার। আমি ধরে নিচ্ছি সৌম্য আর লিটন খেললে তো শেষ (ওপেনার কোটা)। সাকিব, মুশফিক, রিয়াদকে তো আপনি বাদ দিতে পারে না। তাহলে ছয়জন শেষ। আর আসেন তিনটা ফাস্ট বোলার- তাহলে মোস্তাফিজ, মাশরাফি, রুবেল আছেই। এরপর অন্তত একটা বেশি তো নিতেই হবে। কারণ পেসাররা চোটে পড়ে। তাহলে তাসকিন আর সাইফুদ্দিন চলেই এলো। তাহলে এগারো হয়ে গেল। স্পিনার নিতে হবে মিরাজ তো নিতে হবে। বারোজন হলো।

‘মিডল অর্ডারে ব্যাকআপ নিতে হবে, সেখানে মিঠুনের নাম আছে, সাব্বির আছে। এভাবে দেখতে পারেন আর তো সুযোগ নেই। এর বাইরে নতুন কারো সম্ভাবনা খুবই কম। আমি বলছি না যে হবে না। কারণ আজকেও (২৬ মার্চ) আমরা কথা বলছিলাম যে কিছু করা যায় কিনা।’

তবে চমকের সম্ভাবনা কম বলার কারণটাও বলেছেন বিসিবি সভাপতি, ‘ডমেস্টিকে যতোই ভালো করুক না কেন, একটা নতুন ছেলে ইন্টারন্যাশনালে খেলা বিরাট পার্থক্য। উপমহাদেশে যদি হতো তাও এক কথা। কাজেই যে যতোই ভালো করুক, হুট করে এসে একদম বিশ্বকাপ খেলে ফেলবে এই সম্ভাবনা খুবই কম।’

সারাবাংলা/এসএন

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর