Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিনিশিংয়ে আমাদের কিছুটা দুর্বলতা আছে: মাশরাফি


২৬ মার্চ ২০১৯ ১৬:২১

ইংল্যান্ডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। অন্যদের মতো নিজেদের দল গোছাতে ব্যস্ত বাংলাদেশ দলও। তবে বিশ্বকাপের আগে টাইগার দলের সমস্যার কথা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জানিয়েছেন, দলের ফিনিশিংয়ে কিছুটা সমস্যা আছে।

মিরপুরের একটি রেস্টুরেন্টে মঙ্গলবার (২৬ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন টাইগার অধিনায়ক।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক দলের বিপক্ষে এই সিরিজটিই হবে টাইগারদের বিশ্বকাপের শেষ প্রস্তুতি। তবে এর আগে টাইগারদের ওয়ানডে দলপতি বললেন, ‘আমার কাছে অনেকদিন ধরে একটা ব্যাপার মনে হয় যে আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে। আসলে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নেই। পুরো দলেরই একটি সমস্যার জায়গা আছে যে আমরা খেলাটা শেষ করতে পারছি না এবং গত দুই তিন বছরে এমন অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরেছি।’

বিশ্বকাপের আগে এই বিষয়টি নিয়েই ভাবতে হচ্ছে টাইগার দলপতিকে। মাশরাফি বলেন, ‘শুধু রান তাড়া করার সময় নয়, এমনকি প্রথমে ব্যাটিং করার সময়েও আমরা ভালো অবস্থান থেকে ভালো স্কোর দাঁড়া করাতে পারিনি। আমার কাছে মনে হয় বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এমন কিছু ম্যাচ আসবেই। আর শুরুতে নয়টা ম্যাচ আছে, কিছু ম্যাচ আসবে যেগুলো এমন ক্লোজ হবে। তাই এটি দলের জয় পরাজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে।’

তবে এই সমস্যা সময়ের সঙ্গে সঙ্গেই ঠিক হবে বলে মনে করেন টাইগার অধিনায়ক।

আরও পড়ুন: বাংলাদেশের জন্মদিনে সাকিব-মুশফিকদের শুভেচ্ছা

এছাড়াও বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে কথা বলেছেন ম্যাশ। তিনি বলেন, ‘আমি এই নির্বাচনের অংশে নেই অবশ্যই। আগেও ক্লিয়ার করেছি, এখনও করছি। দল নির্বাচন আমার হাতে নেই। কিন্তু যে ১৫ জনই আসুক না কেন, তারা পারফর্ম করে আসছে কি না সেটি বিষয় না। আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি সেটা।’

বিজ্ঞাপন

তবে আর যা-ই হোক, মানসিকতা ঠিক রেখেই বিশ্বকাপে খেলতে হবে বলে মন্তব্য করেন মাশরাফি। কারণ, দেশের ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে বেশ পার্থক্য আছে বলে মনে করেন টাইগার ওয়ানডে অধিনায়ক।

‘এখানে অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা স্ট্রাগল করেছি এবং আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তারাও করেছে। আবার এখানে খারাপ করেও দেখা গেছে ওখানে গিয়ে আমরা ভালো করেছি। তাই দুটি জায়গার মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। যে কারণে আমি বলছি যে মানসিক দিক থেকে কে তৈরি থাকবে তার ওপরে অনেক কিছু নির্ভর করবে।’

এছাড়াও লিটন দাসের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে এক প্রশ্নে মাশরাফি বলেন, ‘লিটন কি কোয়ালিটির খেলোয়াড় সেটি হয়তো সম্প্রতি এক দুটি ম্যাচে আমরা দেখতে পেরেছি। এশিয়া কাপ ফাইনালের কথা আমি বলছি। আমার কাছে মনে হয়, হি ক্যান বি এ ডিস্ট্রয়ার (সে বিধ্বংসী একজন)। এই সম্ভাবনা তার মধ্যে আছে। ব্যাটিং কোচও তাকে নিয়ে কাজ করছে। আসলে ধারাবাহিকতাটা গুরুত্বপূর্ণ। আশা করছি যে ও যদি ন্যাচারাল ক্রিকেটটা খেলে তাহলে সেটি আমাদের দলের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ (সুবিধা) হবে।

সারাবাংলা/এসএন

মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর