স্বাধীনতা দিবসে লা লিগা ও বার্সেলোনার শুভেচ্ছা
২৬ মার্চ ২০১৯ ১২:৩৫ | আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১২:৩৭
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের। ১৯৭১ সালের (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়। তাতেই বাঙালির শৃঙ্খল মুক্তির এই দিনটি লেখা আছে বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশিদের মতো দিনটিকে স্মরণ করে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন দেশের অনেকেই।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ লা লিগা ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে মেসি-সুয়ারেজদের ছবিসহ একটি পোস্টে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে ক্লাব বার্সেলোনা।
স্প্যানিশ লা লিগার অফিসিয়াল ফেসবুক পেইজেও দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। যেখানে বাংলাদেশের একটি পতাকা পোস্ট করে লেখা হয়, ‘লা লিগার তরফ থেকে সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।’
সারাবাংলা/এসএন