‘আইপিএলে যাই হোক, বিশ্বকাপ স্কোয়াডে থাকবে স্মিথ-ওয়ার্নার’
২৫ মার্চ ২০১৯ ১৫:০০ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:৩৪
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে অজি দুই ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। ২৮ মার্চ কাটবে দু’জনের নিষেধাজ্ঞা। তবে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে অস্ট্রেলিয়া দলে না থাকায় আইপিএলের ১২তম আসরে আছেন স্মিথ-ওয়ার্নার। তবে আইপিএলে যাই হোক, বিশ্বকাপ স্কোয়াডে দুজনই থাকছেন বলে বিশ্বাস বিশ্বকাপজয়ী সাবেক অজি ব্যাটসম্যান ম্যাথু হেইডেনের।
বিপিএল খেলতে এসে ইনজুরিতে পড়ে দেশে ফিরে যান স্মিথ-ওয়ার্নার। এরপর ইনজুরি কাটিয়ে আইপিএল দিয়েই খেলায় ফিরেছেন দু’জন। তবে বিশ্বকাপ স্কোয়াডে তারা জায়গা পাবেন কিনা, তা হয়তো এই আইপিএলে তাদের পারফরম্যান্সের ওপর অনেকটা নির্ভর করে। কিন্তু হেইডেনে বিশ্বাস অস্ট্রেলিয়ান নির্বাচকরা অবশ্য আইপিএলের স্মিথ-ওয়ার্নারের ফর্ম নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না।
‘আইপিএল স্মিথ-ওয়ার্নারের জন্য ভালো একটা সুযোগ। তা না হলে তারা খেলার সুযোগ পাচ্ছে না। আইপিএলে ওরা ভালো পারফরম্যান্স না দেখাতে পারলে বিশ্বকাপে তাদের খেলা হুমকির মধ্যে পড়বে তেমনটা আমি মনে করি না। পারফরম্যান্স যাই হোক, আশা করবো নির্বাচকরা তাদেরকে স্কোয়াডে রাখবেন।’
আরও পড়ুন: জাতীয় দলের সঙ্গী নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নার
তবে আইপিএলে দুই তারকা নিজেদের ফর্ম ধরে রাখার কথাই বললেন হেইডেন, ‘নিজেদের জন্য হলেও তাদের উচিত আইপিএলে ভালো পারফরম্যান্স দেওয়া। বোলারদের মতো ব্যাটসম্যানদের ক্লান্তির ব্যাপারটা খুব একটা নেই। তাই যতোটা সম্ভব ব্যাটিং করে রান তুলতে হবে। আর তাতেই নিজেদের প্রতি আত্মবিশ্বাস বাড়বে।’
সারাবাংলা/এসএন