Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরির কারণে অপেক্ষা বাড়ছে লুকাকুর


২৩ মার্চ ২০১৯ ১৫:৫৯ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৬:০২

বেলজিয়ামের জার্সিতে শেষ তিনটি ম্যাচে দলে ছিলেন না দলের তারকা রোমেলু লুকাকু। গত বছরের অক্টোবরে নেদারল্যান্ডসের বিপক্ষে ১-১ গোলে দলের ড্রয়ের ম্যাচে শেষবার মাঠে নামার পর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি তার। ২৪ মার্চ (রোববার) সাইপ্রাসের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়ানরা। তবে ইনজুরির কারণে এই ম্যাচেও থাকা হচ্চে না লুকাকুর।

এই ম্যাচকে সামনে রেখে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল টুইটারে জানায়, পায়ের ইনজুরির কারণে বেলজিয়াম দলের সাইপ্রাস সফরে যাওয়া হচ্ছে না লুকাকুর।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বেশ ভালো ফর্মে আছেন লুকাকু। ইউনাইটেডের জার্সিতে চলতি মৌসুমে সবমিলিয়ে ৩৮ ম্যাচে গোল পেয়েছেন ১৫টি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে জয়ের দিনেও জোড়া গোল করেন বেলজিয়ান এই স্ট্রাইকার।

এর আগে চোটের কারণে ২১ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাতে রাশিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচের একাদশেও ছিলেন না লুকাকু। তার বদলে একাদশে জায়গা পান মিচি বাতশুয়েই।

সাইপ্রাসের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।

সারাবাংলা/এসএন

রোমেলু লুকাকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর