Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারকে ছাড়াই রাতে মাঠে নামছে ব্রাজিল


২৩ মার্চ ২০১৯ ১৩:৪৬

প্রীতি ম্যাচে শনিবার (২৩ মার্চ) রাতে মাঠে নামছে ব্রাজিল। পানামার বিপক্ষে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। তবে এই ম্যাচে দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামবে তিতের দল।

জানুয়ারিতে ফরাসি ক্লাব পিএসজির জার্সিতে মাঠে নেমে পুরনো মেটাটারসালের চোটে পড়েন নেইমার। তাতে প্রায় আড়াই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। নেইমারের অনুপস্থিতিতে এই ম্যাচে দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন রিচার্লিসন।

বিজ্ঞাপন

পানামার বিপক্ষে ২০১৬ সালের মে মাসে সবশেষ মুখোমুখিতে ২-০ গোলের জয় পেয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে একটি করে গোল করেন জোনাস ও গ্যাব্রিয়েল। আর দু’দলের সবমিলিয়ে পাঁচবারের মুখোমুখিতে পাঁচটি ম্যাচেই জয় বড় জয় পেয়েছে ব্রাজিলিয়ানরা।

পানামার বিপক্ষে এই ম্যাচের তিনদিন পর (২৭ মার্চ) চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলিয়ানরা। সেই ম্যাচেও নেইমারকে পাবে না সেলেসাওরা।

পানামার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ :

এডারসন, ফগনার, মিলিতাও, মিরান্দা, তালেস, আর্থার, কাসেমিরো, পাকোয়েটা, রিচার্লিসন, ফিরমিনো ও কুতিনহো।

সারাবাংলা/এসএন

*** রবিনহোকে নিজের আইডল মানেন নেইমার

ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর