Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার


২৩ মার্চ ২০১৯ ১১:১৩

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার (২৩ মার্চ) শারজায় প্রথম ওয়ানেডেতে অধিনায়ক অ্যারন ফিঞ্চের শতকে ভর করে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অজিরা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক শোয়েব মালিক। আগে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হারিস হারিস সোহেল। তার শতকে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮০ রান তোলে পাকিস্তান। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফিঞ্চের ব্যাটে ভর করে ৪৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

বিজ্ঞাপন

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। উসমান খাজা ফেরেন ব্যক্তিগত ২৪ রানে। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক ফিঞ্চ আর শন মার্শের জুটিতেই জয়ের খুব কাছে চলে যায় অজিরা। দু’জনের জুটি থেকে আসে ১৭২ রান। তবে ২৩৫ রানে ফিঞ্চকে ফেরান মোহাম্মদ আব্বাস। তার আগে ১৩৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১১৬ রানের ইনিংস খেলেন ফিঞ্চ। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার ১২তম শতক।

এরপর মার্শ (৯১*) আর পিটার হ্যান্ডসকম্ব (৩০*) মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও ফাহিম আশরাফ।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে প্রথম জুটিতে ৩৫ রান তোলেন দুই ওপেনার ইমাম উল হক ও শান মাসুদ। তবে ইমাম উল হককে ব্যক্তিগত ১৭ রানে ফেরান নাথান লায়ন। এরপর দলীয় ৭৮ রানে ব্যক্তিগত ৪০ রানে শান মাসুদকে বোল্ড করে ফেরান কাউন্টার নিলে।

তবে তৃতীয় উইকেটে উমর আকমলের সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন হারিস সোহেল। এরপর দলীয় ১৭৬ রানে উমর আকমল ৪৮ রান করে ফেরেন। আর শোয়েব মালিক ১১, ফাহিম আশরাফ ২৮ রান করেন।

বিজ্ঞাপন

তবে শেষ দিকে ইমাদ ওয়াসিমকে সঙ্গে করে ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম শতক তুলে নেন হারিস হোসেল। শেষ পর্যন্ত সোহেল ১০১ রান ও ইমাদ ওয়াসিম ২৮ রানে অপরাজিত থাকেন

অজিদের হয়ে কাইল্টার নিলে ২টি উইকেট নেন। এছাড়াও রিচার্ডসন, লায়ন ও ম্যাক্সওয়েল ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা নির্বাচিত হন অ্যারন ফিঞ্চ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৪ মার্চ (রোববার)।

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর