মরক্কোর বিপক্ষে মেসিকে পাবে না আর্জেন্টিনা
২৩ মার্চ ২০১৯ ১০:৩২ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১০:৩৪
রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নেমেও দলকে জেতাতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ওয়ান্ডা মেট্রোপোলিটানোতে ভেনেজুয়েলার কাছে হারের দিনে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টাইনরা। এই ম্যাচে চোটে পড়েছেন মেসি। তাতে মরক্কোর বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে খেলা হবে না তার।
শুক্রবার (২২ মার্চ) রাতে অ্যাথলেতিকো মাদ্রিদের স্টেডিয়াম ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে ম্যাচ হারে আর্জেন্টিনা। আর্জেন্টাইনদের হয়ে এদিন একমাত্র গোলটি করেন ইন্টার মিলানের লাওতারো মার্টিনেজ।
বার্সেলোনার সর্বশেষ ৩ ম্যাচে ৬ গোল করলেও সপ্তাহখানেক ধরে কুঁচকিতে কিছুটা সমস্যায় ভোগা মেসির পুরো ম্যাচ না খেলার আশংকা করা হচ্ছিল। কিন্তু আশংকা কাটিয়ে অধিনায়কের আর্মব্যান্ড পরে পুরো ম্যাচই খেলেছেন মেসি।
তবে ম্যাচ শেষে অধিনায়কের কুঁচকিতে ব্যথা অনুভব করার কথা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাতে মরক্কোর বিপক্ষে মঙ্গলবারের (২৬ মার্চ) ম্যাচে খেলবেন না মেসি।
এছাড়াও ঊরুর চোটে ছিটকে গেছেন মিডফিল্ডার গনসালো মার্তিনেস।
সারাবাংলা/এসএন