এনামুলের হ্যাটট্রিক শতকে প্রাইম ব্যাংকের টানা তৃতীয় জয়
২২ মার্চ ২০১৯ ১৮:০৮ | আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৮:১০
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরের টানা তৃতীয় জয়ের দেখা পেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শুক্রবার (২২ মার্চ) ফতুল্লায় আসরের ২৫তম ম্যাচে আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়ে ১৬ রানের জয় পেয়েছে প্রাইম ব্যাংক।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন। টস হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩০২ রান তোলে প্রাইম ব্যাংক।
চলতি আসরে এটি বিজয়ের হ্যাটট্রিক সেঞ্চুরি। আবাহনীর বিপক্ষে এই ম্যাচে ১২৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ১০২ রানের ইনিংস খেলে আউট হন তিনি। অভিমান্যু খেলেন ৮৫ রানের ইনিংস। এছাড়াও আরিফুল হক ৫১, জাকির হোসেন ১৮ ও অলক কাপালি ১৫ রান করেন।
আবাহনীর হয়ে ১টি করে উইকেট নেন রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম, সৌম্য সরকার ও সানজামুল ইসলাম।
জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন ওয়াসিম জাফর। নাজমুল হোসেন শান্ত করেন ৭৩ রান। এছাড়াও অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৫২ ও সৌম্য সরকার ৩৬ রান করেন।
প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নেন নাহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক ও আল আমিন। আর একটি উইকেট নেন মোহর শেখ।
ম্যাচসেরা নির্বাচিত হন প্রাইম ব্যাংক অধিনায়ক এনামুল হক বিজয়।
সারাবাংলা/এসএন