Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরির হ্যাটট্রিক বিজয়ের


২২ মার্চ ২০১৯ ১৩:২৮

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন ডানহাতি ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঢাকা শুক্রবার (২২ মার্চ) আসরের ২৫তম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে নেমে আবাহনী লিমিটেডের বিপক্ষে নেমে টানা তৃতীয় শতকের দেখা পেলেন তিনি।

এর আগে আসরের তৃতীয় রাউন্ডের লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রথম শতক তোলেন (১০০*)। এরপর চতুর্থ রাউন্ডে শতক তুলে নেন ধানমন্ডির ক্লাব শেখ জামালের বিপক্ষে (১০১)। এবার আবাহনীর বিপক্ষে চমকটা দেখিয়ে দিলেন প্রাইম ব্যাংক দলের এই অধিনায়ক। হ্যাটট্রিক সেঞ্চুরি তুলে থামেন ১০২ রানে। ১২৮ বলে ৫ চার ও ২ ছক্কায় সাহায্যে এই ইনিংসটি খেলেন তিনি।

বিজ্ঞাপন

এ নিয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১২টি সেঞ্চুরি পেলেন বিজয়।

শুক্রবার এই ম্যাচে বিজয়ের শতকে ভর করে নির্ধারিত ওভার শেষে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩০২ রান। তাতে আবাহনীর বিপক্ষে ম্যাচ জেতার মতো সংগ্রহ পেয়েছে তারা।

সারাবাংলা/এসএন

এনামুল হক বিজয় ডিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর