Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শর্তসাপেক্ষে আইপিএল অনাপত্তিপত্র পেলেন সাকিব


২১ মার্চ ২০১৯ ১৭:৪৩ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৫:০৩

দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান। নিঃসন্দেহে বিষয়টি বাংলাদেশের জন্য গর্বের। কাজেই তার অনাপত্তিপত্র দিতে কার্পণ্য দেখায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (২১ মার্চ) তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তবে সেখানে শর্ত জুড়ে দেয়া হয়েছে।

অবশ্য শর্তগুলো তার এবং দেশের কল্যানের জন্যই। এবং শর্তগুলো তার ফিটনেস সম্পর্কিত। যেহেতু মাত্রই তিনি আঙুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন এবং সামনে বিশ্বকাপের মতো মহাগুরুত্বপূর্ণ আসর। তার মতো অপরিহার্য ক্রিকেটারকে বৈশ্বিক মঞ্চে দলে পেতেই হয়তো এই পথ অনুসরণ করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।

বিজ্ঞাপন

শর্তগুলো এমন; আইপিএলের দ্বাদশ আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ও ফিজিও থেরাপি টিমের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখতে হবে। এবং তার ফিটনেসের অবস্থা তাদের অবহিত করতে হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সুজন জানালেন, ‘আমরা চেষ্টা করছিলাম সাকিবের ফিটনেস প্রসঙ্গে সম্পূর্ণ একটি সিদ্ধান্তে এসে তার এনওসি দেওয়ার জন্য। আমরা আজকে (২১ মার্চ) চিকিৎসকের যে মতামত পেয়েছি তার ওপর ভিত্তি করে তার এনওসি ইস্যু করে দিয়েছি। এনওসিতে উল্লেখ করে দেওয়া আছে, যেন টাইম টু টাইম আমোদের মেডিকেল টিম ও ফিজিও থেরাপিস্টের সাথে ওনার যোগাযোগ থাকে এবং ফিটনেস সম্পর্কে জানানো হয়।’

২৩ মার্চ শুরু হয়ে আইপিএল চলবে ১২ মে পর্যন্ত। ২০ এপ্রিল মিরপুরে শুরু হবে বাংলাদেশের আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি ক্যাম্প। সেক্ষেত্রে সাকিবকে মাঝপথে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘সাকিব কবে দলের (বাংলাদেশ) সাথে যোগ দেবেন বা কোন সময়ে যোগ দেবেন সেটি টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে এবং ক্রিকেট পরিচালনা বিভাগ এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে।’

বিজ্ঞাপন

আইপিএলে অংশ নিতে কবে দেশ ছাড়বেন সাকিব? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে সিইও ভাষ্য হলো, ‘হয়তো শিগগিরই তিনি যাবেন। তিনি যে দলের হয়ে খেলছেন তাদের সঙ্গে যোগাযোগ করে হয়তো ঠিক করবেন কবে যাবেন।’

২৩ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইপিএল ১২তম আসরের। ২৪ মার্চ নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের মুখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ।

সারাবাংলা/এমআরএফ/এসএন

** সাকিবের এনওসি তো দেওয়াই আছে: আকরাম

আইপিএল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর