Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্ন ভঙ্গের ভয়ে ভড়কে গিয়েছিলেন সাইফউদ্দিন


২১ মার্চ ২০১৯ ১৫:২৫

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দুই মাস ১০ দিন। তার আগে ইনজুরি যে কোন ক্রিকেটারের জন্যই শঙ্কার কারণ। কেননা বৈশ্বিক মঞ্চে দেশের পতাকা হাতে বুক চিতিয়ে লড়তে এখনই তো প্রস্তুতির সেরা সময়।

টাইগার পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও সেভাবেই এগুচ্ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুম দিয়ে চলছিলো তার বিশ্বকাপ প্রস্তুতি। কিন্তু গত সোমবার (১৮ মার্চ) নেটে ব্যাটিং অনুশীলনে পিঠে চোট পেলে হঠাৎই তাতে ছেদ পড়ে। কাজেই ভড়কে গিয়েছিলেন এই আবাহনী অলাউন্ডার।

বিজ্ঞাপন

কারণটিও সঙ্গত। আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের মূল স্কোয়াডে অবশ্যম্ভাবী ভাবেই থাকছেন সাইফউদ্দিন। সবকিছু ঠিক থাকলে এবারই তার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কাজেই স্বপ্ন ভঙ্গের একটি ভয় তার অবচেতন মনে হয়তো কাজ করছিলো।

তবে আশার কথা হলো, তার প্রথম বিশ্বকাপ স্বপ্ন অটুট থাকছে। ইনজুরি থেকে এরই মধ্যে সেরে উঠেছেন। এখন তার সামনে লক্ষ্য একটিই; ডিপিএলের প্রতিটি ম্যাচেই অংশ নেয়া। যাতে করে প্রস্তুতিতে এতটুকুও কমতি না হয়।

‘ভয় পাওয়াটাই স্বাভাবিক। সামনে বিশ্বকাপ। সবার স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। পাশাপাশি সব ম্যাচই গুরুত্বপূর্ণ এখানে ভালো করলে আত্মবিশ্বাস বাড়বে। এখন ছন্দে আছি। এই জন্য ম্যাচগুলো মিস করতে চাই না।’

বৃহস্পতিবার (২১ মার্চ) মিরপুর ক্রিকেট একাডেমিতে আবহনীর অনুশীলনে এসে তিনি একথা বলেন।

নিজের ইনজুরির বিশদ তুলে ধরে এসময় তিনি আরো বলেন, ‘যদিও অপ্রত্যাশিত ছিল। আমার বিশ্রামে থাকার কথা ছিল। স্যার (খালেদ মাহমুদ) বললো ব্যাটিং করতে। উইকেট একটু ভেজা ছিল। যার কারণে ভারসাম্য হারিয়ে একটু ব্যথা পেয়েছিলাম। এখন ভালো আছি, সুস্থ আছি। এমআরআই রিপোর্ট পজেটিভ এসেছে। জিমে কাজ করেছি। দেবাশীষ দা (ডা. দেবাশীষ চৌধুরী) অনেক পরীক্ষা নিয়েছিলেন। রানিং, ফিটনেস সব কিছুই পজেটিভ। টিম ম্যানেজমেন্ট জানবে কবে খেলতে পারব। আমি ফিট আছি খেলার জন্য।’

বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমটা সাইফউদ্দিনেরে ভালই কাটছে। আবাহনীর জার্সি গায়ে খেলা চার ম্যাচের দুটিতেই ব্যাট হাতে ফিফটির দেখা পেয়েছেন (৫৫, ৫৯*)। ছন্দে ছিলেন বল হাতেও। প্রতিটিই ম্যাচেই একটি করে উইকেট তুলে নিয়েছেন।

সারাবাংলা/এমআরএফ/এসএন

সাইফউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর