জাতীয় দলে ফিরেই ইনজুরিতে ডি মারিয়া
২১ মার্চ ২০১৯ ১২:৩৭ | আপডেট: ২১ মার্চ ২০১৯ ১২:৩৮
রাশিয়া বিশ্বকাপের পর থেকে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে আর মাঠে নামা হয়নি তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ার। এবার ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু দলের ফিরেই ইনজুরিতে পড়লেন পিএসজির এই উইঙ্গার।
লিওনেল মেসি ও ডি মারিয়াকে নিয়ে দলের স্কোয়াড ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি। কিন্তু দু’দিন দলের সঙ্গে অনুশীলন করার পর পেশীতে চোট পান তিনি। তাতেই দুটি প্রীতি ম্যাচের আগে দল থেকে ছিটকে গেলেন পিএসজির এই তারকা।
#SelecciónMayor El futbolista Ángel Di María sufrió hoy una lesión muscular del recto anterior izquierdo, que le impedirá jugar los próximos partidos amistosos de la Selección @Argentina. Quedará desafectado de la convocatoria. pic.twitter.com/Yj7xn6mV76
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) March 20, 2019
চলতি মৌসুমে পিএসজির হয়ে ১৪টি গোল করার পাশাপাশি ১৩টি গোলে সহায়তা করেছেন ডি মারিয়া। এর আগে রাশিয়া বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স ছিল তার।
আগামী ২৩ মার্চ ভেনেজুয়েলা ও ২৭ মার্চ মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমে আর্জেন্টিনা।
সারাবাংলা/এসএন