বিয়ে করছেন মোস্তাফিজ!
২০ মার্চ ২০১৯ ২৩:০১ | আপডেট: ২০ মার্চ ২০১৯ ২৩:১৩
ঢাকা: বাংলাদেশ ক্রিকেটে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান বিয়ে করছেন। মোস্তাফিজের সঙ্গে ঘনিষ্ঠ একজন ব্যক্তি সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন। শুক্রবার (২২ মার্চ) সাতক্ষীরায় মোস্তাফিজের নিজ এলাকায় বিয়েটি সম্পন্ন হবে বলেই জানায় সূত্রটি। তবে সূত্রটি এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাননি।
নির্ভরযোগ্য সূত্রটি সারাবাংলাকে জানিয়েছে, মোস্তাফিজ নিজেই তার সঙ্গে বিয়ের বিষয়টি শেয়ার করেছে। যার সঙ্গে বিয়ে হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং মোস্তাফিজের নিকট আত্মীয়া।
কনের নামের আদ্যাক্ষর ‘শ’ বলেই জানিয়েছে সূত্রটি।
সূত্র জানায়, বিয়ের উদ্দেশ্যে মোস্তাফিজ এরই মধ্যে ঢাকা ছেড়ে সাতক্ষীরায় পৌঁছেছেন। আর কনে বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা ছেড়ে যাবেন।
মোস্তাফিজ নিজে সারাবাংলাকে আগামী কয়েকদিন আগে তার সাতক্ষীরায় অবস্থান করার কথা স্বীকার করেছেন।
শুক্রবার তিনি পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন বলেও সারাবাংলাকে জানিয়েছেন। তবে বিয়ের বিষয়ে তিনি কিছু বলেননি।
মোস্তাফিজের বয়স এখন ২৪। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। সেই থেকেই বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটে কাটার মাস্টার হিসেবে পরিচয় পান এই বাঁহাতি বোলার।
সারাবাংলা/এমএম