Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাইনপুকুরের বিপক্ষে আবাহনীর জয়


১৯ মার্চ ২০১৯ ১৬:২৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও আবাহনী লিমিটেড। মঙ্গলবার (১৯ মার্চ) ফতুল্লায় এই ম্যাচে শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়েছে মোসাদ্দেক হোসেনের দল আবাহনী।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে শাইনপুকুর।

বিজ্ঞাপন

শাইনপুকুর দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক আফিফ হোসেন। তৌহিদ হৃদয় করেন ৩৯ রান। এছাড়াও সোহরাওয়ার্দী শুভ ২৪*, ধীমান ঘোষ ২২, সাদমান ইসলাম ১৬, শুভাগত হোম ১২ রান করেন।

আবাহনীর হয়ে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়াও ২টি করে উইকেট নেন রুবেল হোসেন ও নাজমুল ইসলাম। আর ১টি উইকেট নেন সানজামুল ইসলাম।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন ওয়াসিম জাফর। এছাড়াও নাহমুল হোসেন শান্ত ৪২, সৌম্য সরকার ৩৩, মুনিম শাহরিয়ার ২১, মোহাম্মদ মিঠুন ১৫ ও সাব্বির রহমান ১৩ রান করেন।

শাইনপুকুরের হয়ে শরিফুল ইসলাম সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়াও ১টি উইকেট নেন শুভাগত হোম।

ম্যাচসেরা নির্বাচিত হন আবাহনীর ওয়াসিম জাফর।

সারাবাংলা/এসএন

ডিপিএল ২০১৯

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর