Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এখন খেলা নিয়ে কোন চিন্তা নয়’


১৭ মার্চ ২০১৯ ০৩:১০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নিউজিল্যান্ড থেকে দুর্ঘটনার দুঃসহ স্মৃতি নিয়ে প্রিয়জনদের কাছে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বরণ করে নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বিমান বন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বলেন, ‘এখন খেলা নিয়ে কোন চিন্তা নয়। আগামী কিছুদিন খেলাধুলা নিয়ে চিন্তা করতে আমি পুরোপুরি নিষেধ করে দিয়েছি। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তারা যেন ফুরফুরে হতে পারে সে দিকে নজর দিতে বলে দিয়েছি।’

বিসিবি সভাপতি বলেন, ‘ঘটনার পরপর, তখন থেকেই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। আমরা সকলেই বুঝতে পারছিলাম যে, ওদের মধ্যে মানসিকভাবে কি যাচ্ছে। সে জায়গায় তখন থেকে বসেছিল, কখন তারা দেশে আসতে পারবে এবং কত তাড়াতাড়ি। সে জন্য তারা, একটু রিয়াদ যেটা বলেছে, তারা সারারাত ঘুমাতে পারেনি।’

পাপনের জানান, শুক্রবার থেকেই লম্বা জার্নি শুরু হয়েছে ক্রিকেটারদের। সব মিলিয়ে ২২ ঘণ্টা সফর করেছে টাইগাররা। এত লম্বা জার্নির কারণে ওরা সকলেই ক্লান্ত। মানসিকভাবেও তারা ভেঙে পড়েছে অনেকে।

পাপন বলেন, ‘আমরা সবাই ওদেরকে বলেছি, যাও বাসায় যাও। সবকিছু বাদ দিয়ে, ঠান্ডা মাথায়, নিজেদের মতো করে, যা ভালো লাগে সেভাবে কাটাও। সবকিছু ঠান্ডা হলে তারপর আমাদের সাথে যোগাযোগ করো। খেলাধুলা নিয়ে এই মূহুর্তে কোনো চিন্তা ভাবনা করবে না। পরিবারের সাথে সময় কাটাবে। আমরা আছি, আমাদের যদি কোনো সহযোগিতা লাগে কারো আমরা আছিই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/টিএস

নিউজিল্যান্ড পপন বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর