‘ব্যক্তিত্ব ও দৃঢ়তা কোহলিকে এক নম্বর ব্যাটসম্যান বানিয়েছে’
১৬ মার্চ ২০১৯ ১৫:৪২
।। স্পোর্টস ডেস্ক ।।
আইপিএল শুরুর আগে বিরাট কোহলিকে প্রশংসায় ভাসালেন বিপিএলে রংপুর রাইডার্সে খেলে যাওয়া প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। এবার আইপিএলে কোহলির দল বেঙ্গালুরুতে খেলবেন ডি ভিলিয়ার্স। বিশ্বকাপের আগে আসন্ন আইপিএলে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিতে কোহলি-ডিভিলিয়ার্স ডুয়েল দেখতে মুখিয়ে অনুরাগীরা।
আগামী ৩০ মে ইংল্যান্ড-ওয়েলসের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। টিম ইন্ডিয়ার দলপতি কোহলির কথা আলাদাভাবে জানালেন ডি ভিলিয়ার্স, ‘শেষ কয়েক বছরে কোহলির পারফরম্যান্স সত্যিই দারুণ। ওয়ানডে বিশ্বকাপে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করবে কোহলির ব্যাটে ভর করে। খুব সহজে আমি তাকে থামতে দেখছি না। আট বছর ধরে তার সঙ্গে ক্রিকেট খেলেছি। আইপিএলে সে আমার সতীর্থ। তার লেভেলটা ছিনিয়ে নেওয়া খুব একটা সহজ ব্যাপার নয়।’
ডি ভিলিয়ার্স আরও জানান, ‘সবকিছুর ঊর্ধ্বে কোহলি একজন মানুষ। অন্য ক্রিকেটারদের মতো তার ক্যারিয়ারে বাজে সময় আসতে পারে। তখন কোহলিকে পুনরায় প্রাথমিক বিষয়গুলির দিকে নজর দিতে হবে এবং নতুন করে সব শুরু করতে হবে। কোহলির ব্যক্তিত্ব ও দৃঢ়তা তাকে ওয়ানডে ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান বানিয়েছে।’
৩৫ বছর বয়সী ডি ভিলিয়ার্স জানান কোহলির ব্যাটিংয়ে অনেকটাই নিজের ছায়া খুঁজে পান। তার মতে, ‘আমাদের দুজনের ব্যাটিংয়েই একটা লড়াকু মনোভাব আছে এবং আমরা দুজনেই জিততে চাই। আমরা একসঙ্গে ব্যাটিং করে প্রতিপক্ষের থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ায় বিশ্বাসী।’
** বিশ্বকাপের আগে নতুন চিন্তা কোহলির
সারাবাংলা/এমআরপি