বিশ্বকাপ শেষেই ওয়ানডে অবসরে যাবেন ডুমিনি
১৬ মার্চ ২০১৯ ১৫:২২ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:৩৫
।। স্পোর্টস ডেস্ক ।।
২০১৯ বিশ্বকাপ শেষেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি। শুক্রবার (১৫ মার্চ) এই ঘোষণা দেন তিনি। তবে ওয়ানডে থেকে অবসরে গেলেও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন ৩৪ বছর বয়সি প্রোটিয়া এই অলরাউন্ডার।
জাতীয় দলের হয়ে সবমিলিয়ে ১৯৩ ওয়ানডে খেলছেন ডুমিনি। যেখানে ৪টি শতক ও ২৭টি অর্ধশতকসহ তার মোট সংগ্রহ ৫ হাজার ৯৮০ রান। তাতে দারুণ এক মাইলফলকের সামনে আছেন প্রোটিয়া এই অলরাউন্ডার। আর মাত্র ২০ রান পেলেই ছয় হাজারি ক্লাবে পৌঁছে যাবেন তিনি।
এছাড়াও ওয়ানডেতে বল হাতে ৬৮ উইকেট আছে তার।
অবসরের ঘোষণা দিয়ে ডুমিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে মাঠের বাইরে থাকার কারণে নিজের ক্যারিয়ার নিয়ে পুনঃপর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং ভবিষ্যতের কিছু লক্ষ্য অর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’
তবে অবসরের সিদ্ধান্ত নেওয়াটা নিজের জন্য একেবারেই সহজ ছিলনা বলে জানিয়েছেন প্রোটিয়া এই অলরাউন্ডার। ‘এমন একটা সিদ্ধান্ত নেওয়া একেবারেই সহজ নয়। আমি ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবো। আর পরিবারকে বেশি সময় দেবো, কারণ আমি সেটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিই। খেলোয়াড়ি জীবনে আমাকে সমর্থন দেওয়ায় সতীর্থ, কোচ, পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ জানাই।’
সারবাংলা/এসএন