Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ আটে বার্সার বিপক্ষে ইউনাইটেড, জুভেন্টাসের প্রতিপক্ষ আয়াক্স


১৫ মার্চ ২০১৯ ১৭:২৯ | আপডেট: ১৫ মার্চ ২০১৯ ২২:২১

।। স্পোর্টস ডেস্ক ।।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) ড্র শেষে প্রতিপক্ষ হিসেবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে, আর ইতালিয়ান ক্লাব জুভেন্টাস পেয়েছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সকে।

সুইজারল্যান্ডের নিওঁতে শুক্রবার (১৫ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়।

শেষ আটে লিভারপুল মাঠে নামবে পোর্তোর বিপক্ষে। আর ইনিংশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে টটেনহ্যাম হটস্পুর।

শেষ আটের প্রথম লেগ হবে ১ ও ১০ এপ্রিল। আর দ্বিতীয় লেগে দলগুলো মুখোমুখি হবে ১৬ এবং ১৭ এপ্রিল।

এর আগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সা-লিভারপুল গোলশূন্য ড্র করে। প্রথম লেগে ফরাসি ক্লাব লিঁওর বিপক্ষে হোঁচট খায় স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর জার্মান ফেভারিট বায়ার্ন মিউনিখের বিপক্ষে হোঁচট খায় গতবারের রানার্সআপ ইংলিশ ক্লাব লিভারপুল। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ফরাসি ক্লাব লিঁও। অপর ম্যাচে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ছিল ইংলিশ ক্লাব লিভারপুল। বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে আতিথ্য নিয়ে লিঁও হেরেছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে। আর বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আতিথ্য নিয়ে গতবারের রানার্সআপ লিভারপুল জিতেছে ৩-১ গোলে।

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে শালকেকে হারিয়ে টিকিট জিতেছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাব শালকেকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে ছিল পেপ গার্দিওলার শিষ্যরা। এরপর নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শালকেকে আতিথ্য জানিয়ে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। দুই লেগ মিলিয়ে ১০-২ অ্যাগ্রিগেটে শেষ আটে সিটি।

বিজ্ঞাপন

এদিকে, শেষ ষোলোর প্রথম লেগে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস হেরে বসে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। প্রথম লেগে দিয়েগে সিমিওনের অ্যাতলেতিকোর বিপক্ষে আতিথ্য নিয়ে তুরিনের বুড়িরা হেরেছিল ২-০ ব্যবধানে। ফিরতি লেগে জুভিদের মাঠে খেলতে নেমেছিল অ্যাথলেটিকো। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে জুভিরা জিতেছে ৩-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে এগিয়ে কোয়ার্টারে উঠেছে রোনালদোর জুভেন্টাস।

শেষ ষোলোর প্রথম লেগে হোঁচট খায় ইংলিশ লিগে উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলতে নেমে ওলে সুলশারের শিষ্যরা হেরেছিল ২-০ গোলে। তবে ফিরতি লেগে পিএসজির মাঠে খেলতে নেমে ইতিহাস গড়ে ইউনাইটেড। পিএসজির বিপক্ষে জয় তুলে নেয় ৩-১ ব্যবধানে। দুই লেগের হিসেব দাঁড়ায় ৩-৩। তবে, প্রতিপক্ষের মাঠে গোল করায় কোয়ার্টারে উঠে ইউনাইটেড।

আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারস সহজ জয় পেয়েছিল জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। টটেনহ্যাম নিজেদের মাঠে প্রথম লেগে বরুশিয়াকে হারিয়েছিল ৩-০ গোলে। ফিরতি লেগে জার্মান ক্লাবটির বিপক্ষে আতিথ্য নিয়ে টটেনহ্যাম হ্যারি কেইনের গোলে ১-০ ব্যবধানে জেতে। তাতে দুই লেগ মিলিয়ে ৪-০ অ্যাগ্রিগেটে কোয়ার্টারের টিকিট কাটে টটেনহ্যাম।

এদিকে, পর্তুগিজ জায়ান্ট পোর্তোকে ২-১ গোলে হারিয়েছিল নিজেদের মাঠে খেলতে নামা রোমা। ফিরতি লেগে পর্তুগালে খেলতে নেমে ইতালির ক্লাবটি ৩-১ গোলে হেরে বসে। তাতে দুই লেগ মিলিয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে কোয়ার্টারে উঠে পোর্তো।

এছাড়াও শেষ ষোলোর প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হারে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। ডাচ ক্লাবটির ঘরের মাঠে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল সান্তিয়াগো সোলারির শিষ্যরা। কিন্তু ফিরতি লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়াক্সকে আতিথ্য জানিয়ে বিদায় নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। নিজেদের মাঠে রিয়াল হেরে বসে ৪-১ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৩ অ্যাগ্রিগেটে কোয়ার্টারে উঠে আয়াক্স।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

চ্যাম্পিয়নস লিগ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর