সাবিনা-কৃষ্ণাদের জন্য লা লিগার শুভকামনা
১৪ মার্চ ২০১৯ ১৪:২১ | আপডেট: ১৪ মার্চ ২০১৯ ১৪:২৯
।। স্পোর্টস ডেস্ক ।।
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর তিনটা ১৫ মিনিটে রঙ্গশালা স্টেডিয়ামে সেমি ফাইনালের পথে যেতে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচের আগে সাবিনা-কৃষ্ণাদের শুভকামনা জানিয়েছে স্প্যানিশ লা লিগা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে একটি পোস্ট করেছে লা লিগা। যেখানে লেখা হয়েছে, ‘বাংলাদেশের অসামান্য মহিলা ফুটবল দলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের স্পিরিটকে করি স্যালুট। শুভকামনা তোমাদের জন্য।’
সাবিনা, কৃষ্ণা ও মৌসুমী বাদে সিংহভাগ ফুটবলারই বয়সভিত্তিক দলের ১১ জনই অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের। সেমি ফাইনালের পথে প্রথম বাধা ভুটান। দল হিসেবে কম শক্তিশালী ভুটান। স্বাগতিক নেপালের কাছে উদ্বোধনী ম্যাচে ৩-০ ব্যবধানে হেরেছে ভুটান।
সারাবাংলা/এসএন