তৃতীয় টেস্টে উইলিয়ামসনকে পাচ্ছে না কিউইরা!
১২ মার্চ ২০১৯ ১২:৩৪ | আপডেট: ১২ মার্চ ২০১৯ ১২:৩৭
।। স্পোর্টস ডেস্ক ।।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে রান ও ইনিংস ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। আর এই সিরিজে দলের অধিনায়কত্ব আছে কেন উইলিয়ামসনের হাতে। তবে ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টে তাকে পাওয়া নিয়ে নতুন শঙ্কায় পড়েছে কিউইরা। কাঁধের চোটের কারণে সিরিজের শেষ টেস্টে দলের বাইরে থাকতে পারেন কিউই অধিনায়ক।
হ্যামিল্টনে সিরিজের প্রথম ম্যাচে কিউইদের কাছে ইনিংস ও ৫২ রানে হারে টাইগাররা। আর সেই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেন উইলিয়ামসন। এরপর ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিনের খেলা বৃষ্টির কারণে না হলেও মাত্র তিন দিনে ইনিংস ও ১২ রানে হারে টাইগাররা। আর ৭৪ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন।
তবে ওয়েলিংটনে বাংলাদেশের প্রথম ইনিংস চলার সময় কাঁধে চোট পান কিউই অধিনায়ক। স্ক্যান শেষে নিউজিল্যান্ড টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে কাঁধে চোট পেয়েছেন তিনি। কিন্তু চোট গুরুতর নয় বলে জানিয়েছেন দলের প্রধান কোচ গ্যারি স্টেড। কিন্তু চোট বড় না হলেও বাড়তি সতর্কতা হিসেবে তাকে শেষ টেস্টে বিশ্রামের কথা ভাবছেন কিউই কোচ।
‘শেষ টেস্টে অবশ্যই উইলিয়ামসনের থাকা উচিত। কিন্তু চোটের নিরাপত্তার কথা চিন্তা করলে তাকে বিশ্রামে রাখা উচিত। বিশেষ করে বিশ্বকাপের কথা মাথায় রেখে।’
সারাবাংলা/এসএন
আরও পড়ুন : এমন হারে হতাশাই কাঁধে নিলেন মাহমুদউল্লাহ