Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের ঘরে ফিরতে পেরে খুশি জিদান


১২ মার্চ ২০১৯ ১২:০০ | আপডেট: ১২ মার্চ ২০১৯ ১২:০৫

।। স্পোর্টস ডেস্ক ।।

কোচ হিসেবে টানা তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয় ছাড়াও একবার স্প্যানিশ লা লিগা, দুইবার ক্লাব বিশ্বকাপ আর দুইবার জিতেছেন উয়েফা সুপার কাপ। জিনেদিন জিদানের মতো সফল কোচ হয়তো ইতিহাসে কমই আছেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার নয় মাস ঘুরতে না ঘুরতেই লস ব্লাঙ্কোসদের কোচের দায়িত্বে আবারো ফিরলেন ফরাসি এই কোচ।

জানিয়েছেন নিজের ঘরে ফিরতে পেরে বেশ খুশি তিনি।

মূলত ক্লাব রিয়ালের দুর্দাশা কাটাতেই ফিরে এসেছেন জিদান। তাতে উৎসাহের শেষ নেই সমর্থকদের মধ্যেও। সোমবার (১১ মার্চ) ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, আবারো লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নিচ্ছেন ফরাসি এই কিংবদন্তি।

আর এই ঘোষণার পর সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন জিদান। তিনি বলেন, ‘সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজ) আমাকে ফোন দিয়েছিলেন, আর এ কারণেই আমি ফিরে এসেছি। তাঁকে (পেরেজ) আর ক্লাবকে আমি অনেক ভালোবাসি। তিনি আমাকে ফোন করার পর আমি না করতে পারিনি। সিদ্ধান্তটা সকলের ভালোর জন্যই নিয়েছি। আজকের দিনটা আমার জন্য ও বাকি সবার জন্য বিশেষ দিন। আমি আমার ঘরে ফিরতে পেরে অনেক খুশি।’

দলে ফিরেই কোচিংয়ে নামতে মুখিয়ে আছেন জিদান, ‘নতুন কিছু বলার নেই। ফিরতে পেরে অনেক খুশি লাগছে। আমি কাজ করতে চাই। রিয়ালের যেখানে থাকার কথা, সেখানেই নিয়ে যেতে চাই। দলকে অনুশীলন করানোর জন্য মুখিয়ে আছি।’

রিয়ালের পরবর্তী ম্যাচ সেল্টা ভিগোর বিপক্ষে। আর এই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (১২ মার্চ) থেকেই দলকে নিয়ে অনুশীলনে নামবেন জিদান।

তবে এর আগে জিদানকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল অনেক। বলা হয়েছিল ক্লাব চেলসি অথবা ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে পারেন তিনি। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার রিয়ালেই ফিরলেন ফরাসি এই কোচ।

বিজ্ঞাপন

‘এর মধ্যে অনেক ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু রিয়াল আমার নিজের ক্লাব। আমি অন্য কোনো ক্লাবে যেতে চাইনি। মৌসুমের বাকি সময় ভালোভাবে কাটিয়ে আগামী মৌসুমের জন্য দলকে তৈরি করাই এখন মূল লক্ষ্য।’

সারাবাংলা/এসএন

আরও পড়ুন : ডুবতে থাকা রিয়ালকে বাঁচাতে ফিরলেন জিদান

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর