Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাদার্সের কাছেও হারলো শেখ জামাল


১১ মার্চ ২০১৯ ১৬:২৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলেও ওয়ানডে ফরম্যাটের শুরুটা নিদারুণ হতাশায় শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে নবাগত উত্তরা স্পোর্টিংয়ের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছেও হেরে গেল দলটি।

ব্রাদার্স ওপেনার মিজানুর রহমান মিজানের ৭১ বলে ৭১ ও চিরাগ জনির অপরাজিত ৫০ রানে নুরল হাসান সোহানদের দেয়া ১৮১ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেললো ৩৬.৫ ওভারে মাত্র ৩ উইকেটের খরচায়। দিন শেষে ৭ উইকেটের বড় জয়ে মাঠ ছাড়লো ব্রাদার্স ইউনিয়ন।

এর আগে সোমবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্সের আক্রমনাত্মক বোলিংয়ে শেখ জামালের কোন ব্যাটসম্যানই ব্যক্তিগত ৫০ রানের কোঠাও স্পর্শ করতে পারেনি।

ওপেনার ইমতিয়াজ হোসন ০, হাসানুজ্জামান ৬, টপ অর্ডারের রাকিন আহমেদ ৩৪ ও নাসির হোসেন করেছেন ৭ রান।

ক্লিক করেনি মিডল অর্ডারও। তানবির হায়দার ৩২ আর অধিনায়ক নুরুল হাসান সোহান ফিরেছেন ১৬। ভাগ্যিস লোয়ার মিডল লোয়ার মিডল অর্ডারে ইলিয়াস সানির ৪২ রানের ইনিংসটি খেলেছিলেন। তার এই রানে ভর করেই ৪৭.৫ ওভারে ১৮০ রানে অলআউট হয় শেখ জামাল।

ব্রাদার্সের হয়ে বল হাতে শাখাওয়াত হোসেন ও মেহেদি হাসান ৩টি করে, মোহাম্মদ শরিফ ২টি এবং শরিফুল্লাহ ১টি উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ১৮১ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে মিজানুর রহমান ও চিরাগ জনির ব্যাটে জয়ের বন্দরে নোঙর ফেলে ব্রাদার্স।

মিজানুর রহমান ৭১ বলে ৭১, চিরাগ জনি ৬৬ বলে অপরাজিত ৫০ ও ইয়াসির আলী অপরাজিত ছিলেন ৩২ রানে।

বিজ্ঞাপন

উইকেট শিকারে শেখ জামালের হয়ে শহিদুল ইসলাম ২টি ও তানবির হায়দার ১টি শিকার করেছেন।

ম্যাচ সেরা হয়েছেন মিজানুর রহমান মিজান।

সারাবাংলা/এমআরএফ/এসএন

ডিপিএল ব্রাদার্স ইউনিয়ন শেখ জামাল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর