চমক দেখানো উত্তরা উড়ে গেলো আবাহনীর কাছে
১১ মার্চ ২০১৯ ১৫:৪০ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৭:০৪
।। স্পোর্টস ডেস্ক ।।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে চমক দেখিয়েছিল উত্তরা স্পোর্টিং ক্লাব। তবে আসরের সপ্তম ম্যাচ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে আবাহনী লিমিটেডের কাছে উড়ে গেলো দলটি।
সোমবার (১১ মার্চ) ফতুল্লায় চলতি আসরের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উওরাকে ১৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উত্তরার অধিনায়ক মোহাইমিনুল খান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে আবাহনী।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও জহুরুল ইসলাম ৪৫ অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৬৪ আর সাব্বির রহমান অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন।
উত্তরার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ১০ ওভারে ৭০ রান দেওয়া নাহিদ হাসান। এছাড়াও একটি করে উইকেট নেন আবদুর রশিদ ও মোহাইমিনুল খান।
আবাহনীর দেওয়া ২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩ ওভারে ৯৬ রান তুলতেই গুটিয়ে যায় উত্তরা।
দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান তোলেন শাখির হোসেন। এছাড়াও আনিসুল ইসলাম ইমন ১৬, অধিনায়ক মোহাইমিনুল ১৬ ও রেজা আলী ১৫ রান করেন। আর ১২ রানে অপরাজিত থাকেন আবদুর রশিদ।
আবাহনীর হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রুবেল হোসেন। এছাড়াও ২টি করে উইকেট নেন আরিফুল হাসান ও সাব্বির রহমান। আর একটি করে উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিন ও সানজামুল ইসলাম।
ম্যাচসেরার পুরস্কার আসে সাব্বির রহমানের হাতে।
সারাবাংলা/এসএন