Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ দিন ইনিংস বাঁচানোই বড় চ্যালেঞ্জ


১১ মার্চ ২০১৯ ১০:৩৬ | আপডেট: ১১ মার্চ ২০১৯ ১১:২৯

।। স্পোর্টস ডেস্ক ।।

ওয়েলিংটনে টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে তুলেছে ৮০ রান। ১৪১ রানে পিছিয়ে পঞ্চম বা শেষ দিন ব্যাট করতে নামবে সফরকারীরা। উইকেটে অপরাজিত আছেন মোহাম্মদ মিঠুন (২৫) এবং সৌম্য সরকার (১২)।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম দুই দিন খেলা বৃষ্টির পেটে চলে যায়। তৃতীয় দিন অলআউট হওয়ার আগে ৬১ ওভারে বাংলাদেশ তোলে ২১১ রান। নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৩২ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইনফর্ম ব্যাটসম্যান তামিম ইকবাল ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ার আগে করেন ৪ রান। তিন নম্বরে নামা মুমিনুল হক আবারো ব্যর্থ। বোল্টের বলে টিম সাউদির তালুবন্দি হয়ে ফেরার আগে করেন ১০ রান। উইকেটে থিতু হলেও ৪৪ বলে চারটি চারের সাহায্যে ২৯ রান করে ফেরেন সাদমান ইসলাম।

বৃষ্টিভেজা দু’টি দিনের পর ওয়েলিংটনে তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তৃতীয় দিনে বেসিন রিজার্ভে টস হেরে ব্যাট করতে নেমে দেখে শুনেই ব্যাট চালাতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে দু’জন মিলে গড়েন ৭৫ রানের জুটি। হ্যামিল্টন টেস্টে ৫৭ ও ৮৮ রানের জুটির পর ওয়েলিংটনে শুরুর জুটিতে ৭৫ রান পায় বাংলাদেশ। যা নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ইতিহাসে সফরকারী কোনো দলের উদ্বোধনী জুটিতে দ্বিতীয়বার টানা তিন অর্ধশত।

৫৩ বলে চারটি চারের সাহায্যে সাদমান ২৭ রান করে গ্রান্ডহোমর বলে আউট হন। তামিম টেস্ট ক্যারিয়ারে ২৭তম অর্ধশতক তুলে নেন। আগের ম্যাচে তামিম করেছিলেন ১২৬ আর ৭৪ রান। এই ম্যাচেও তার ব্যাট হেসেছে। ১১৪ বলে ১০টি বাউন্ডারিতে তামিম করেন ৭৪ রান। এছাড়া, মুমিনুল ১৫, মিঠুন ৩, সৌম্য ২০, মাহমুদউল্লাহ ১৩, লিটন দাস ৩৩ রান করেন। শেষ দিকে তাইজুল ৮, মোস্তাফিজ ০ এবং আবু জায়েদ ৪ রান করেন।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট তিনটি, নেইল ওয়াগনার চারটি, টিম সাউদি একটি, ম্যাট হেনরি একটি আর গ্রান্ডহোম একটি করে উইকেট পান।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। জীত রাভাল (৩) আর টম ল্যাথামকে (৪) ফিরিয়ে দেন বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহি। এরপর বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা বন্ধ হয়ে যায়। চতুর্থ দিন দলপতি কেন উইলিয়ামসন ৭৪ রান করে বিদায় নেন। রস টেইলর ২০০ রান করে বিদায় নেন। ২১২ বলে তার সাজনো ইনিংসে ছিল ১৯টি চার আর চারটি ছক্কার মার। হেনরি নিকোলস ১২৯ বলে ৯টি বাউন্ডারিতে করেন ১০৭ রান। বিজে ওয়াটলিং ৮ রান করেন। কলিন ডি গ্রান্ডহোম ২৩ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পেসার আবু জায়েদ তিনটি, স্পিনার তাইজুল ইসলাম দুটি আর পেসার মোস্তাফিজুর রহমান একটি উইকেট পান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসাইন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্রান্ডহোম, ম্যাট হেনরি, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

সারাবাংলা/এমআরপি

টেস্ট সিরিজ নিউজিল্যান্ড বাংলাদেশ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর