Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্নলিকে হারালো লিভারপুল, মানে-ফিরমিনোর জোড়া গোল


১০ মার্চ ২০১৯ ২১:৫১

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলির বিপক্ষে ৪-২ গোলের দারুণ জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে এই ম্যাচে জোড়া গোল করলেন সাদিও মানে আর একাদশে ফেরা রবের্তো ফিরমিনো।

রোববার (১০ মার্চ) ঘরের মাঠ অ্যানফিল্ডে এই ম্যাচের ধুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। ম্যাচের ৬ মিনিটে বার্নলির হয়ে গোল করেন ইংলিশ মিডফিল্ডার অ্যাশলি ওয়েস্টউড। কর্নার থেকে অসাধারণ এক বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। তাতে ফাউলের দাবি করে রেফারির সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পোড়েন লিভারপুলের গোলরক্ষক আলিসন। এজন্য হলুদ কার্ড দেখতে হয় তাকে।

তবে ম্যাচের ১৯ মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। সালাহর ক্রস থেকে ডি-বক্সে বল পান ফিরমিনো। তাতে সহজেই বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে বল জালে জড়ান তিনি। আর এই গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইয়ুর্গেন ক্লপের দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় লিভারপুল। ম্যাচের ৬৭ মিনিটে বার্নলি গোলরক্ষকের ভুলে ব্যবধান আরো বাড়ায় লিভারপুল। গোলরক্ষকের শট থেকে বল পেয়ে ডি-বক্সে প্রবেশ করেন মিশরীয় তারকা সালাহ। বল সেভ করতে এগিয়ে যান গোলরক্ষক, আর বল পেয়ে যান ফিরমিনো। সেই সুযোগে ম্যাচে দ্বিতীয়বারের মতো জালে বল জড়ালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ নিয়ে চলতি মৌসুমে তার গোলসংখ্যা ১১টি।

তবে ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে ব্যবধান কমান বার্নলির আইসল্যান্ডের মিডফিল্ডার ইয়োহান গুদমুন্দসন। কিন্তু যোগ করা সময়ের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করেন মানে। এ নিয়ে চলতি মৌসুমে তার গোলসংখ্যা ১৬টি। তাতে ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

বিজ্ঞাপন

চলতি লিগে এই জয় মিলিয়ে ৩০ ম্যাচ খেলা লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৩। আর লিগ টেবিলের দুইয়ে আছে দলটি। লিভারপুলের সমান ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

সারাবাংলা/এসএন

ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি লিভারপুল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর