Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্টে টাইগারদের সেরা ইনিংস খেলার দিন


৮ মার্চ ২০১৯ ১৫:২৮ | আপডেট: ২১ মার্চ ২০১৯ ১৩:৩৫

।। সুমিত্র নাথ, নিউজরুম এডিটর ।।

টেস্টে বাংলাদেশ নিজেদের সেরা দুটি ইনিংস খেলেছে দেশের বাইরে। দুটি ইনিংসই টাইগাররা পেয়েছে শক্ত দুই প্রতিপক্ষের বিপক্ষে। একটিতে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড, অন্যটিতে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রানের ইনিংসটি টাইগারদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। আর লঙ্কানদের বিপক্ষে ৬৩৮ রানের ইনিংসটি টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। গলে ঐতিহাসিক সেই ইনিংসটি আজকের দিনে (৮ মার্চ) খেলেছিল টাইগাররা।

বিজ্ঞাপন

২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ১-০ তে সিরিজ হারে সফরকারী টাইগাররা। তবে সিরিজের প্রথম টেস্টে দারুণ ব্যাটিংয়ে ম্যাচ ড্র করেছিলেন মুশফিক-আশরাফুলরা।

গলে সেই টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৭০ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাট হাতে স্বাগতিকদের হয়ে শতক তোলেন কুমার সাঙ্গাকারা (১৪২), লাহিড়ু থিরিমান্নে (১৫৫*) ও দীনেশ চান্দিমাল (১৬৬*)।

লঙ্কান ইনিংসের বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৬৩৮ রান তোলে টাইগাররা। যা এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। আর এই ইনিংস খেলতে দারুণ এক ইতিহাস গড়েন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান খেলেন ২০০ রানের ইনিংস।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেদিন মুশফিক ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তবে সেদিন খুব কাছে গিয়েও হার মানতে হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে (১৯০)। ১০ রানের আক্ষেপ নিয়েই সেদিন মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই ইনিংসে শতকের দেখা পেয়েছিলেন ডানহাতি অলরাউন্ডার নাসির হোসেনও। শেষ পর্যন্ত ১০০ রানের ইনিংস খেলেই থামতে হয়েছিল তাকে।

বিজ্ঞাপন

এরপর ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩৩৫ রান তুলে ইনিংস ঘোষণা দিয়েছিল লঙ্কানরা। বিপরীতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলতেই ড্র নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

গলে সেই টেস্টে ম্যাচ সেরার পুরস্কার এসেছিল ২০০ রানের ইনিংস খেলা মুশফিকের হাতে। তবে সেদিন মুশফিকের ইনিংসটা আরো বড় হতে পারতো। কিন্তু ডাবল সেঞ্চুরি তুলে নুয়ান কুলাসেকারার বলে সেদিন এলবির শিকার হয়ে থামতে হয়ে মুশফিককে।

টেস্টে সেদিন প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পেলেও মুশফিকের ক্যারিয়ারে আরেকটি দুই’শ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ক্যারিয়ার সেরা ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। সেই ম্যাচে ২১৮ রানের বড় জয় পেয়েছিল টাইগাররা।

টেস্টে বাংলাদেশের চার’শ কিংবা তারও বেশি রানের ইনিংস আছে মোট ২০টি। এর মধ্যে ৫টি ইনিংসই আছে শ্রীলঙ্কার বিপক্ষে। এর মধ্যে দেশের মাটিতে তিনটি ও লঙ্কানদের মাটিতে দুটি ইনিংস খেলেছে টাইগাররা।

এক নজরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা পাঁচটি ইনিংস:

সারাবাংলা/এসএন

আরও পড়ুন :

মুশফিক নেই, তামিম আছেন, ফিরবেন মোস্তাফিজ

টেস্ট বাংলাদেশ মুশফিকুর রহিম স্পোর্টস স্পেশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর