Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নেই স্মিথ-ওয়ার্নার


৮ মার্চ ২০১৯ ১২:৪২

।। স্পোর্টস ডেস্ক ।।

বল বিকৃতি কান্ডে জড়িত থেকে নিষেধাজ্ঞা পাওয়া অস্ট্রেলিয়ার দুই তারকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞা কাটবে ২৮ মার্চ। তবে এই মাসে নিষেধাজ্ঞা কাটলেও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে জায়গা হয়নি অজি এই দুই ক্রিকেটারের।

ভারতের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ চলছে অজিদের। এই সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে তারা। পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে স্মিথ-ওয়ার্নারকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ মার্চ থেকে। কথা ছিল এই সিরিজ দিয়েই প্রত্যাবর্তন হবে স্মিথ আর ওয়ার্নারের। কিন্তু দু’জনের অপেক্ষাটা আরো বাড়লো। ইনজুরির কারণে এই সিরিজে মিচেল স্টার্ককেও দলে পাচ্ছে না অজিরা।

তবে চোটের কথা ভেবেই স্মিথ-ওয়ার্নারকে দলে রাখেনি অজি দলের নির্বাচকরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন তারা।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, ঝাই রিচার্ডসন, উসমান খাজা, মার্কাস স্টোইনিস, কেন রিচার্ডসন, শন মার্শ, অ্যালেক্স ক্যারি, জেসন বেহরেনডর্ফ, পিটার হ্যান্ডসকম্ব, প্যাট কামিন্স, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান কোল্টার নেইল ও অ্যাডাম জাম্পা।

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর