মেসিকে ফিরে পেল আর্জেন্টিনা
৮ মার্চ ২০১৯ ০৯:০৩ | আপডেট: ৮ মার্চ ২০১৯ ০৯:৫১
।। স্পোর্টস ডেস্ক ।।
চলতি মাসে ভেনিজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই দুটি ম্যাচের আগে আর্জেন্টাইন সমর্থকদের জন্য রয়েছে দারুণ খবর। লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন দলটির তারকা স্ট্রাইকার লিওনেল মেসি।
দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার (৭ মার্চ) মেসিকেসহ ৩১ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
গত বছর রাশিয়া বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে নামেননি বার্সেলোনার নাম্বার টেন। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার এবার জাতীয় দলে ফিরছেন আট মাস পর।
কোপা আমেরিকার আগে মেসির ফেরাটা হতে পারে দেশটির ফুটবল সমর্থকদের জন্য সবচেয়ে আনন্দের। তার সঙ্গে দলে ফিরছেন আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। পিএসজির এই তারকাকেও রাশিয়া বিশ্বকাপের পর দলে পায়নি আর্জেন্টিনা।
দেশের জার্সিতে সবমিলিয়ে ১২৮টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন মেসি। যেখানে ৬৫ গোল আছে তার ঝুলিতে। অন্যদিকে, আর্জেন্টিনার জার্সিতে ৯৭ ম্যাচ খেলে ২০টি গোল করেছেন ডি মারিয়া।
তবে মেসি, ডি মারিয়া ফিরলেও জায়গা হয়নি সার্জিও আগুয়েরো আর গঞ্জালো হিগুয়েনের। চোটের কারণে ডাক পাননি মাউরো ইকার্দিও।
আগামী ২২ মার্চ ভেনিজুয়েলার বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে নামবে আর্জেন্টাইনরা। এরপর ২৬ মার্চ টানগিয়েরে মরক্কোর মুখোমুখি হবে তারা।
দুটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল :
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেজে), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)
ডিফেন্ডার: হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), হুয়ান ফইথ (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), গঞ্জালো মনতিয়েল (রিভার প্লেট), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব), লিসান্দ্রো মার্টিনেস (ডিফেন্সা হুস্তিসিয়া)
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), গিদো রদ্রিগেস (আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), ম্যানুয়েল লানসিনি (ওয়েস্টহ্যাম ইউনাইটেড), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), মাতিয়াস জারাকো (রেসিং ক্লাব), আইভান মার্কোনে (বোকা জুনিয়র্স), দোমিঙ্গো ব্লাঙ্কো (ডিফেন্সা হুস্তিসিয়া), রদ্রিগো দে পল (উদিনেজে)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), অ্যাঞ্জেল কোররেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (ইউভেন্তুস), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স), লাউতারো মার্টিনেস (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট), গঞ্জালো মার্টিনেস (আতালান্তা ইউনাইটেড)
সারাবাংলা/এসএন
আরও পড়ুন
মেসি-সুয়ারেজসহ বার্সার অর্ধেক স্কোয়াড বিশ্রামে
মেসির সঙ্গে বিবাদটা ছিল দুর্ঘটনা: রামোস