ওয়েলিংটনে বৃষ্টিতে ভেসে গেলো প্রথম দিন
৮ মার্চ ২০১৯ ০৮:৩২ | আপডেট: ৮ মার্চ ২০১৯ ০৯:৫৪
।। স্পোর্টস ডেস্ক ।।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে হারে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৮ মার্চ (শুক্রবার) মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে প্রথম দিনের খেলা।
ওয়েলিংটনে সকাল থেকেই বৃষ্টির কারণে মাঠে পানি জমে যায়। তাতে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস অনুষ্ঠিত হয়নি।
এর আগে আম্পায়ার ও ম্যাচ রেফারি জানিয়েছিলেন, মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অপেক্ষা করার পর খেলা শুরু করতে না পারলে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে টাইগাররা।
সারাবাংলা/এসএন
আরও পড়ুন
ওয়েলিংটনে ভয়ংকর হয়ে উঠবে তো বাংলাদেশ?
ল্যাথামের বিশ্ব রেকর্ডের পর ওয়েলিংটনে ধুঁকছে লঙ্কানরা