শুরু হচ্ছে ক্লাব ক্রিকেটের দ্বৈরথ
৭ মার্চ ২০১৯ ১৬:০২ | আপডেট: ৭ মার্চ ২০১৯ ১৬:৫৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
গেল বেশ কিছু দিন ধরেই মিরপুর হোম অব ক্রিকেট মুখরিত ক্রিকেটারদের আনাগোনায়। দেশের ঘরোয়া ক্রিকেটের সব চাইতে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৮-১৯ মৌসুমকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন টুর্নামেন্টে অংশ নেয়া ১২ ক্লাবের ক্রিকেটাররা। যার প্রয়োগ শুরু হয়ে যাবে শুক্রবার (৮ মার্চ) থেকে।
দেশের তিনটি ভেন্যুতে এদিন গড়াবে তিনটি ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে নতুন করে প্রিমিয়ার লিগে আসা বিকেএসপি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মোকাবেলা করবে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবকে। আর বিকেএসপির ৩ নাম্বার মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।
সদ্য সমাপ্ত ডিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি তারকাবহুল আবাহনীকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলা ৬ ক্রিকেটার ২২ গজের লড়াইয়ে বুক চিতিয়ে লড়েছেন সত্যি কিন্তু শেষ চারে খেলা হয়নি দলটির।
সাব্বির রহমান রোমানের ৪৩ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২৫ রানে জয় ঘরে তুললেও দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংকের সঙ্গে ৪৯ রানের হারে সেমিফাইনাল বঞ্চিত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতরা।
তবে বিস্মৃত অতীত ভেবে অযথা সময় নষ্ট করতে চাইছে না ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রবল বিক্রমে ওয়ানেডে ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চাইছেন দলের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। আর এই ক্ষেত্রে তাকে আশাবাদী করে তুলছে দলের কম্বিনেশন।
‘আমি চিন্তিত না। টি-টোয়েন্টিতে এমন হতেই পারে। আমরা পারটিকুলার ডে’তে ভালো খেলি নি, প্রাইম ব্যাংক ভালো খেলেছে। এখন আমরা ভারসাম্যপূর্ণ আছি। আমরা অমিকে পাই নি টি-টুয়েন্টিতে। এখন অমি ইজ ব্যাক। ফিরেছে। ওপেনার এসেছে, আমাদের ওপেনিংয়ে সমস্যা ছিল। আমাদের দুইজন ওপেনারই এই ফরম্যাটে প্রুভেন ওপেনার। তাছাড়া মিডেল শক্তিশালী। সাইফউদ্দিন ও ফিরেছে।’
বলা বাহুল্যই হবে ঢাকা লিগ ২০১৮-১৯ মৌসুমে সেরা দল গড়েছে আবাহনী। একাদশে খেলা ৮ জনই লাল সবুজে খেলে থাকেন। সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন,নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন মাশরাফি বিন মর্তুজা ও সৌম্য সরকারকে নিয়ে এই মৌসুমেও শিরোপার স্বপ্ন দলটি দেখতেই পারে।
সারাবাংলা/এমআরএফ/এসএন