Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিক নেই, তামিম আছেন, ফিরবেন মোস্তাফিজ


৭ মার্চ ২০১৯ ১৪:৪২

।। স্পোর্টস ডেস্ক ।।

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের আগে খুব একটা স্বস্তিতে নেই সফরকারীরা। চোটের কারণে এই ম্যাচে থাকতে পারছেন না মুশফিকুর রহিম। হালকা চোট থাকার পরও খেলবেন ওপেনার তামিম ইকবাল। এদিকে, প্রথম ম্যাচে না থাকলেও দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমানের ফেরার ব্যাপারে আভাস দিলেন টেস্টে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

চোটের কারণে সাকিব আল হাসান নিউজিল্যান্ডে যেতে পারেননি। কবজিতে চোট পাওয়ায় প্রথম টেস্টে খেলতে পারেননি মুশফিক। গতকাল মুশফিকের খেলার ব্যাপারে ইতিবাচক কিছু বলতে পারেননি কোচ স্টিভ রোডস। মাহমুদউল্লাহ জানালেন, ‘মুশফিককে হয়তোবা পরের ম্যাচে পাচ্ছি না। তৃতীয় ম্যাচে আমরা অবশ্যই তাকে পাব। আর তামিমের ব্যাপারে আমি আশাবাদী। আজ সে ব্যাটিং অনুশীলন করবে। চোট তো খেলারই অংশ। এটা হলে কিছু করার থাকে না। পেশাদার খেলোয়াড় হিসেবে চোটের ধাক্কা মানতেই হবে।’

হ্যামিলটনে প্রথম টেস্টে বাংলাদেশ ২৩৪ রানে গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে করেছিল ৪২৯ রান। নিউজিল্যান্ড তাদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ করে (৭১৫)। বাংলাদেশ ম্যাচটি ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হেরেছি। বাংলাদেশের ২০টি উইকেটই নিয়েছিলেন কিউই পেসাররা। সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ আরও জানান, ‘প্রথম দিনটা একটু কঠিন হতে পারে। তবে দিন গড়ানোর পাশাপাশি এটা ব্যাটিং সহায়ক উইকেট হবে বলে আমি মনে করি।’

হ্যামিলটনে আবু জায়েদের ছিল চতুর্থ টেস্ট। সৈয়দ খালেদ আহমেদের দ্বিতীয়। আর ইবাদত হোসেনের অভিষেক। বাংলাদেশের অনভিজ্ঞ এই পেস আক্রমণ কিউইদের মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন। ৩০ ওভারে ১০৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন আবু জায়েদ। ৩০ ওভারে ১৪৯ রান দিয়েছিলেন খালেদ আহমেদ। আর ২৭ ওভারে ১০৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন অভিষিক্ত ইবাদত।

বিজ্ঞাপন

এদিকে, প্রথম টেস্টে খেলেননি মোস্তাফিজুর রহমান। ওয়েলিংটনে পেস বান্ধব উইকেটে কাটার মাস্টারকে খেলানো হবে বলে আভাস দিয়েছেন টেস্ট দলপতি মাহমুদউল্লাহ, ‘খালেদ আহমেদ, আবু জায়েদ ও ইবাদত হোসেন তিন পেসারই অনেক চেষ্টা করেছে। অবশ্যই ওরা ভালো বোলার। ধারাবাহিক হতে ওদের একটু সময় দিতে হবে। পেস বোলারদের কাছে আমি খুব বেশি কিছু চাইনি। কারণ এত অনভিজ্ঞ ও নবীন পেস আক্রমণের কাছে খুব বেশি প্রত্যাশা করলে কঠিন হতো। দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ ফিরবে। তবে কার জায়গায় সেটি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’

শুক্রবার (৮ মার্চ) ওয়েলিংটনে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই আর নিউজিল্যান্ডের জন্য সিরিজ নিশ্চিতের ম্যাচ হতে যাচ্ছে।

** নতুন এক ব্রাডম্যানের বিপক্ষে খেলছে বাংলাদেশ

সারাবাংলা/এমআরপি

তামিম মুশফিক মোস্তাফিজ

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর