Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলদাতার শীর্ষে টটেনহ্যামের গোলমেশিন


৬ মার্চ ২০১৯ ১৯:১৫

।। স্পোর্টস ডেস্ক ।।

জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন দলের জয়ে একমাত্র গোলটি করেন। তাতে রেকর্ড বুকেও ঢুকে গেছেন টটেনহ্যামের এই গোলমেশিন। ক্লাবটির ইতিহাসে হ্যারি কেইন এখন ইউরোপিয়ান প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে বরুশিয়াকে ৩-০ গোলে হারায় টটেনহ্যাম। ফিরতি লেগে জার্মান ক্লাবটির মাঠে নেমে হ্যারি কেইনের ৪৮তম মিনিটের গোলে জেতে ইংলিশ ক্লাবটি। তাতে দুই লেগে ৪-০ গোলের অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে টটেনহ্যাম।

গত নভেম্বরে গ্রুপপর্বের ম্যাচে পিএসভিকে হারানোর ম্যাচে গোল করেছিলেন হ্যারি কেইন। এরপর ইনজুরিতে ছিটকে যান প্রায় সাত সপ্তাহ। মিস করেন লিগের ম্যাচ সহ সাতটি ম্যাচ। এরপর ইনজুরি কাটিয়েই লিগের ম্যাচে গোল করেন এই ইংলিশ গোলমেশিন। চ্যাম্পিয়ন্স লিগেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন। পিএসভির বিপক্ষে সেই গোলের মধ্যদিয়ে হ্যারি কেইন ছুঁয়েছিলেন ইউরোপিয়ান লিগের ২৩তম গোল। গতকাল রাতে বরুশিয়ার বিপক্ষে গোল করার মধ্যদিয়ে স্পর্শ করলেন ২৪তম গোল। যা টটেনহ্যামের ক্লাব ইতিহাসে সর্বোচ্চ।

পিএসভিকে ২-১ গোলে হারানোর ম্যাচে হ্যারি কেইন জোড়া গোল করেন। ম্যাচের ৭৮তম মিনিটে প্রথম গোল করার মধ্যদিয়ে তিনি স্পর্শ করেন টটেনহ্যামের কিংবদন্তি মারটিন চিভার্সকে (২২টি গোল)। ৮৯তম মিনিটে দ্বিতীয় গোলের মধ্যদিয়ে হ্যারি কেইন আরেক গ্রেট জারমাইন দিওফকে (২৩ গোল) ছুঁয়ে ফেলেন। গতকাল করলেন নিজের ২৪তম ইউরোপিয়ান গোল, যা টটেনহ্যামের জার্সিতে কোনো ফুটবলারের সর্বোচ্চ গোল। তাতে হ্যারি কেইনকে খেলতে হয়েছে ৪৬ ম্যাচ। দিওফ খেলেছেন ৩৫ ম্যাচ আর চিভার্স খেলেছেন ৩২ ম্যাচ।

বিজ্ঞাপন

টটেনহ্যামের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোল করেছেন জিমি গ্রিয়াভেস। এই তালিকায় চারে উঠেছেন হ্যারি কেইন। গ্রিয়াভেস করেছেন ৩৭৯ ম্যাচে ২৬৬ গোল, দুইয়ে থাকা ববি স্মিথ ৩১৭ ম্যাচে করেছেন ২০৮ গোল। তালিকায় তিনে থাকা চিভার্স ৩৬৭ ম্যাচে করেছেন ১৭৪ গোল। আর চারে উঠে আসা হ্যারি কেইন ২৪৫ ম্যাচে করেছেন ১৬১ গোল। টপকে গেছেন ওয়েলসের ক্লিফ জোনসকে (৩৭৮ ম্যাচে ১৫৯ গোল)।

চ্যাম্পিয়ন্স লিগে হ্যারি কেইনের গোল সংখ্যা ১৪টি, ইউরোপা লিগে করেছেন আরও ১০টি। চলতি মৌসুমে লিগের ২৪ ম্যাচে তিনি ১৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৪ ম্যাচে করেছেন ২৩ গোল। লিগের টেবিলে হ্যারি কেইনের দল টটেনহ্যাম আছে তিন নম্বরে। পরের লিগ ম্যাচে তাদের প্রতিপক্ষ সাউদাম্পটন।

** রিয়াল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভাগ্যদেবী

সারাবাংলা/এমআরপি

গোলমেশিন টটেনহ্যাম হ্যারি কেইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর