Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ লক্ষ্যেই অপুর বাড়তি আয়োজন


৬ মার্চ ২০১৯ ১৬:৪৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পাওয়াটা নাজমুল ইসলাম অপুর জন্য কঠিনই। সাকিব আল হাসানের মতো অটোমেটিক চয়েস ও মেহেদি হাসান মিরাজের মতো প্রমাণিত পারফর্মার দলে থাকায় তাকে হয়তো তৃতীয় স্পিনার হিসেবেই বিবেচনা করেবেন নির্বাচকরা। সেই নিশ্চয়তাই বা কোথায়? অফস্পিনার নাইম হাসান ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। তবে, চ্যালেঞ্জ বিবেচনা করে কালবিলম্ব না করে এখনই প্রস্তুতি নিতে শুরু করেছেন অপু।

বিজ্ঞাপন

বুধবার (৬ মার্চ) সকাল ১১টা বাজার ৫ মিনিট আগে থেকে মিরপুর জাতীয় একাডেমি মাঠে গিয়ে দেখা গেল নেটে আবাহনী সতীর্থদের বিরুদ্ধে বল করেছেন নাজমুল ইসলাম অপু। যা শেষ হলো ১২টা ৪০ মিনিটে। ভীষণ সিরিয়াস। অন্য কোনো দিকে মনোযোগ নেই, একের পর এক বল করেই যাচ্ছেন। যেন কেউ তার কানে কানে বলে দিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে এখনই ঝাঁপিয়ে পড়ো।

অনুশীলন শেষে সেই তথ্যটিই জানতে চাওয়া হলো। প্রস্তুতিটি কী শুধুই প্রিমিয়ার লিগের নাকি বিশ্বকাপের? যেহেতু ১ দিন পরেই আপনাদের সঙ্গে বিকেএসপিএর ম্যাচ আছে। উত্তরে শুধুই বিশ্বকাপের কথা জানালেন এই বাঁহাতি স্পিনার। কে তাকে এভাবে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন বললেন সেটাও।

অপু জানালেন, ‘না, অবশ্যই লক্ষ্য বিশ্বকাপ। তাছাড়া এশিয়া কাপেও ছিলাম। কোচও বলেছেন প্রস্তুত হওয়ার জন্য। তো ওভাবেই প্রস্তুতি নিচ্ছি, বাড়তি প্রস্তুতি নিচ্ছি ওই জন্যই। যাতে ওখানে আর কোনো ভুল না হয়।’

অপু

আর এই লক্ষ্যে প্রিমিয়ার লিগকেই মূল মঞ্চ হিসেবে দেখছেন অপু, ‘চেষ্টা করছি প্রিমিয়ার লিগ থেকেও যেন নিজেকে প্রস্তুত করা যায়, যাতে যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রয়োগ করতে পারি। আর দ্বিতীয় ব্যাপারটি হলো ডিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে মোটামুটি ভালো বোলিং হয়েছে একটু বেশি ভালো করতে একটু বেশি প্রস্তুতি নিচ্ছি।’

বিজ্ঞাপন

বিশ্বকাপের মূল স্কোয়াডে থাকাটা কতটুকু চ্যালেঞ্জিং মনে করছেন? উত্তরে অপু বললেন, ‘কঠিন বা চ্যালেঞ্জিং কিছুই না। আমি যদি আমার খেলাটা প্রিমিয়ার লিগে খেলতে পারি আমার জায়গাটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কারণ আমি মনে করি শেষ এশিয়া কাপ খেলেছি ওখানে ভালো করেছি। আমার মনে হয় ওরকম কিছুই না। বিশ্বকাপ হোক আর যে কোনো ম্যাচই হোক প্রতিটি ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ণ। চিন্তা করি নিজের সর্বোচ্চটা দিতে। কারণ সবকিছুর উর্ধ্বে দেশ। আমি চেষ্টা করবো এশিয়া কাপের যে অভিজ্ঞতা আছে ওইটাই বিশ্বকাপে প্রয়োগ করতে।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

নাজমুল অপু বাংলাদেশ বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর