Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরামবাগের হোঁচট, জয়ে ফিরলো মুক্তিযোদ্ধা, হারের বৃত্তেই ব্রাদার্স


৫ মার্চ ২০১৯ ২১:৪৬

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম রাউন্ড শেষ হতে চলেছে। নয় ম্যাচেও নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। টানা আট হারে তলানিতে দলটি। তাদের হারিয়ে জয়ে ফিরেছে মুক্তিযোদ্ধা সংসদ। এদিকে আরামবাগ ক্রীড়া চক্রকে আটকে দিয়েছে রহমতগঞ্জ এমএফসি।

ঘরের মাঠ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে যেন জ্বলে উঠছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এই ভেন্যুতে খেললে দলটির বিদেশি ফুটবলাররা যেন জ্বলে ওঠেন। এই মাঠেই হ্যাটট্রিক করেছিলেন বাল্লো ফামৌসা। এবার জোড়া গোল করে ব্রাদার্সকে হারালেন দলটির জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো।

কাতোর ম্যাজিকেই জয়ে ফিরেছে মুক্তিযোদ্ধা। জোড়া গোলের সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে গোল যোগানদাতা হিসেবে।

মঙ্গলবার (৫ মার্চ) নিজেদের নবম ম্যাচ খেলতে নেমে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধা। জোড়া গোল করেছেন কাতো, অন্যটি করেছেন মেহেদী হাসান রয়েল। সেই গোলটি করিয়েছেন কাতো নিজেই।

কাতো ৪০ মিনিটে এগিয়ে দেন দলকে। ব্যবধান দ্বিগুণ করেন ৬১ মিনিটে। কাতোর পাস থেকে ইনজুরি সময়ে ব্যবধান ৩-০ করেন মেহেদী হাসান রয়েল।

এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে আটকে দিয়েছে রহমতগঞ্জ। মুক্তিযোদ্ধাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া মতিঝিলের ক্লাবটির সঙ্গে মাঠে নামে বিজেএমসিকে হারিয়ে লিগের প্রথম ম্যাচ জয়ে রাঙানো পুরান ঢাকার ক্লাবটি।

জায়ান্ট কিলার এমনিই এমনি বলা হয় না তাদের। সেটাই প্রমাণ করলো আবার। আরিফহীন আরামবাগকে থামিয়ে দিলো রহমতগঞ্জ। ১-১ ব্যবধানে ড্র করেছে তারা।

বিজ্ঞাপন

যদিও ম্যাচের শুরুটা জাহিদের গোলেই ভালোই করেছিল আরামবাগ। কিন্তু প্রথমার্ধেই ৩৬ মিনিটে সিও জুনাপিওয়ের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। শেষ পর্যন্ত এই ফল নিয়েই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

৯ ম্যাচে চতুর্থ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠলো মুক্তিযোদ্ধা। আর অপরিবর্তিত ব্রাদার্স ইউনিয়ন। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে কমলা জার্সিধারীরা। ৮ পয়েন্ট নিয়ে নয়ে রহমতগঞ্জ। আর ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে আরামবাগ।

সারাবাংলা/জেএইচ/এসএন

আরামবাগ ক্রীড়া চক্র বাংলাদেশ প্রিমিয়ার লিগ ব্রাদার্স ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর