Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে মৌসুম শেষ সানচেজের!


৫ মার্চ ২০১৯ ১৮:১৬

।। স্পোর্টস ডেস্ক ।।

এমনিতেই চোটে জর্জরিত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তার মধ্যে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ইনজুরিতে পড়েছেন চিলি ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। তাতে প্রায় আট সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হতে পারে তাকে।

সাউদাম্পটনের বিপক্ষে শনিবারের (২ মার্চ) ম্যাচে নেমে হাঁটুর ইনজুরিতে পড়েন সানচেজ। তাতে ম্যাচের ৫১ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এবার চিলি জাতীয় দলের ফিজিও পেড্রো ওনাতে জানিয়েছেন, লিগামেন্ট ছিঁড়ে গেছে সানচেজের। তাতে দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে।

পেড্রো জানিয়েছেন, ‘আমরা সানচেজের সঙ্গে কথা বলেছি। স্ক্যান শেষে ওর ইনজুরি ধরা পড়েছে। তবে কোপা আমেরিকায় তার খেলা নিয়ে শঙ্কা থাকছে না। কারণ আট সপ্তাহ পর সে ফিরবে।’

চলতি মৌসুমে এখনো ইউনাইটেডের ১১টি ম্যাচ বাকি। তবে সানচেজকে কমপক্ষে ৯টি ম্যাচে পাবেনা সুলশারের দল।

প্রিমিয়ার লিগ জয়ের আশা অনেক আগেই শেষ হয়েছে ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে পিএসজির কাছে ২-০ গোলে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে আছে তারা। এর মধ্যে ফরাসি জায়ান্টদের বিপক্ষে দ্বিতীয় লেগে নিয়মিত একাদশের দশজনকেই পাচ্ছে না সুলশারের ইউনাইটেড।

সারাবাংলা/এসএন

অ্যালেক্সিস সানচেজ ইনজুরি ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর