৪০ সেঞ্চুরি, অধিনায়ক কোহলির অনন্য রেকর্ড
৫ মার্চ ২০১৯ ১৭:০১ | আপডেট: ৫ মার্চ ২০১৯ ১৭:০৮
।। স্পোর্টস ডেস্ক ।।
প্রতিটা ম্যাচে যেন রেকর্ড ছুঁতেই নামেন ভারতের দলপতি বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দলপতি হিসেবে ভিভ রিচার্ডসকে টপকে দ্রুততম সময়ে সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন (৬৪ ম্যাচে ৪৮টি জয়)। সিরিজের দ্বিতীয় ম্যাচে দলপতি হিসেবে দ্রুততম সময়ে ৯ হাজার আন্তর্জাতিক রান স্পর্শের রেকর্ড গড়লেন কোহলি।
নাগপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমে কোহলি এই কীর্তিতে নাম লেখান। একই সঙ্গে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান কোহলি স্পর্শ করেছেন ৫০টি ফিফটি। পরে সেই ফিফটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি রয়েছে শচীন টেন্ডুলকারের। কোহলির বর্তমান সেঞ্চুরি হলো ৪০টি। তিনে থাকা রিকি পন্টিংয়ের সেঞ্চুরির সংখ্যা ৩০টি।
দলপতি হিসেবে কোহলির ৯ হাজার আন্তর্জাতিক রান এখন ছয় নম্বরে। ১৫৯ ইনিংসে (অন্য সবার থেকে দ্রুত) এই রান তুলেছেন কোহলি। দলপতি হিসেবে আর কোনো অধিনায়ক ১৫৯ ইনিংসে ৭ হাজার রানও করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক গ্রেট ব্রায়ান লারা ১৬৪ ইনিংসে করেছিলেন ৭ হাজার রান।
অন্য সবার থেকে দ্রুততম চার, পাঁচ, ছয়, সাত, আট আর নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করাতেও কোহলি এক নম্বরে।
অজিদের বিপক্ষে ২২৪তম ওয়ানডে খেলতে নেমেছেন কোহলি। ৫৫ বলে পাঁচটি বাউন্ডারিতে কোহলি তার ক্যারিয়ারের ৫০তম ফিফটি স্পর্শ করেন। ওয়ানডে ফরম্যাটে ১০ হাজারি ক্লাবের সদস্য কোহলি ইনিংসের ৪৪তম ওভারে তার ৪০তম সেঞ্চুরিটি স্পর্শ করেন। ১০৭ বলে ৯টি বাউন্ডারিতে কোহলি তিন অঙ্কে পৌঁছান, সেটি বাউন্ডারি হাঁকিয়ে।
** ভিভ রিচার্ডসকে টপকে গেছেন দলপতি কোহলি
সারাবাংলা/এমআরপি