Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে খেলতে যাচ্ছেন না ডি ভিলিয়ার্স


৪ মার্চ ২০১৯ ১৬:১৩ | আপডেট: ৪ মার্চ ২০১৯ ১৮:০৬

।। স্পোর্টস ডেস্ক ।।

প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে মাঠ মাতিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স খেলতে গিয়েছিলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। বিপিএলের শেষ অবধি রংপুর রাইডার্সের জার্সিতে খেলেননি। এবার ইনজুরির কারণে পিএসএলের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না ডি ভিলিয়ার্সের।

দুবাইয়ে পিএসএলের প্রথম পর্ব শেষে পাকিস্তানের করাচিতে ফিরবে এই টুর্নামেন্ট। সেখানে খেলা হচ্ছে না পিঠের ইনজুরিতে পড়া ডি ভিলিয়ার্সের। এবার লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন এই প্রোটিয়া তারকা।

নিয়মিত অধিনায়ক মোহাম্মদ হাফিজ চোটে পড়ার পর থেকে দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন ডি ভিলিয়ার্স। লাহোর ক্লাব কর্তৃপক্ষ থেকে জানানো হয়, কালান্দার্স দলের সঙ্গে শেষ দুই ম্যাচে যোগ দেওয়ার কথা ছিল ডি ভিলিয়ার্সের। কিন্তু পিঠের চোটে চিকিৎসকেরা বিশ্রাম নিতে বলেছেন তাকে।

এদিকে, ডি ভিলিয়ার্স ক্লাবের মাধ্যমে জানিয়েছেন, আমি খুবই হতাশ যে পাকিস্তানের আবেগী দর্শকদের সামনে আপাতত খেলতে পারছি না। পাকিস্তানি দর্শকরা ক্রিকেটের বড় একটি ভূমিকা রাখে। চিকিৎসকরা আমাকে দুই সপ্তাহের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। করাচিতে এখনই ফেরা হচ্ছে না আমার। দুর্ভাগ্যজনকভাবে যার মানে হলো করাচির ম্যাচগুলো আমার খেলা হচ্ছে না।

ডি ভিলিয়ার্স আরও জানান, আমি আশা করি পরের মৌসুমে আবারো পিএসএলের আসরে খেলতে পারবো। বিশ্বাস করি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য যা করা হচ্ছে তা সফল হবে। এই মৌসুমে লাহোর শিরোপা জিতবে বলেও বিশ্বাস করি।  আশা করি আগামী বছর আবার পিএসএলের অংশ হতে পারব এবং দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথে অবদান রাখতে পারব।

বিজ্ঞাপন

শুধু ডি ভিলিয়ার্সকেই নয়, ইনজুরির কারণে দলটি হারিয়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরকে। লাহোর কালান্দার্সের ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার শামীম রানা জানান, ক্লাব ম্যানেজমেন্ট খুবই হতাশ যে ডি ভিলিয়ার্সের মতো এক তারকাকে খেলাতে পারছে না। সে দারুণ এক ব্যক্তি এবং খেলোয়াড়। পাকিস্তানের মাটিতে তাকে খেলতে দেখাটা দারুণ কিছু হতো। তার দ্রুত আরোগ্য কামনা করছি।

সারাবাংলা/এমআরপি

ডি ভিলিয়ার্স পিএসএল ২০১৯

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর