Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিব্রতকর রেকর্ডে মিরাজ


২ মার্চ ২০১৯ ১৪:৩৮

।। স্পোর্টস ডেস্ক ।।

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে রানের পাহাড় গড়েছে কিউইরা। আগের দিনের ৪ উইকেটে ৪৫১ রান করার পর শনিবার (২ মার্চ) তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৭১৫ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা। তাতে হয়তো কিছুটা স্বস্তি পেয়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। তবে, তার আগেই এক বিব্রতকর রেকর্ডে নাম লিখে ফেলেছেন মিরাজ।

টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান খরচের তালিকায় মিরাজের নাম ছয় নম্বরে। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মিরাজ ৪৯ ওভার বল করে দিয়েছেন ২৪৬ রান। ৫.০২ ইকোনমি রেটে নিয়েছেন মাত্র দুটি উইকেট। সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ডের পাশাপাশি মিরাজ আরও একটি বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন। সেখানে সবার শীর্ষে এই স্পিনার।

ইনিংসে কমপক্ষে ৪৫ ওভার বোলিং করে ওভারপ্রতি পাঁচের বেশি রান দেওয়া টেস্ট ইতিহাসে একমাত্র বোলার এখন মিরাজ। ওভারে গড়ে ৫.০২ করে রান দিয়েছেন মিরাজ। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় ওভারপ্রতি ৪.৭৯ করে রান দিয়েছিলেন পাকিস্তানি পেসার খান মোহাম্মদ। ওই ম্যাচে ৫৪ ওভার বোলিং করে পাকিস্তানি পেসার খরচ করেছিলেন ২৫৯ রান।

এক ইনিংসে বল করে ৮৭ ওভারে সর্বোচ্চ ২৯৮ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার ফ্লিটউড স্মিথ। সেটি টেস্ট ইতিহাসের ২৬৬ নম্বর ম্যাচে, ১৯৩৮ সালের ২০ আগস্ট, ইংল্যান্ডের বিপক্ষে। এক ইনিংসে সর্বোচ্চ রান খরচ করার তালিকায় তিনি শীর্ষে। দুইয়ে আছেন ভারতের রাজেশ চৌহান। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় ভারতীয় এই বোলার ৭৮ ওভারে খরচ করেছিলেন ২৭৬ রান। ১৯৩০ সালে কিংসটনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লেগস্পিনার টমি স্কট ৮০.২ ওভারে ৫ উইকেট নিয়েছিলেন ২৬৬ রান খরচায়। এই তালিকায় তিনে এই লেগব্রেক গুগলি বোলার।

বিজ্ঞাপন

এই তালিকায় চার ও পাঁচে দুই পাকিস্তানি বোলার। সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই ম্যাচে, ১৯৫৮ সালের ২৬ ফেব্রুয়ারি। টেস্ট ইতিহাসের ৪৫০তম ম্যাচে খান মোহাম্মদ ৫৪ ওভারে বিনা উইকেটে খরচ করেন ২৫৯ রান। আর ফজল মাহমুদ ৮৫.২ ওভার বল করে দুই উইকেটের বিনিময়ে খরচ করেন ২৪৭ রান।

নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করায় মিরাজ হাফ ছেড়ে বেঁচেছেন এই কারণে যে, আর মাত্র একটি রান দিলে এই বাজে তালিকায় পাঁচ নম্বরে চলে যেতেন। ফজল মাহমুদ ২.৮৯ ইকোনমি রেটে দিয়েছিলেন ২৪৬ রান, মিরাজ ৫.০২ ইকোনমি রেটে দিয়েছেন ২৪৬ রান।

মিরাজের মতো রান খরচে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেছেন বাংলাদেশের আর একজন, স্পিনার তাইজুল ইসলাম। ২০১৮ সালের ৩১ জানুয়ারি চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭ ওভারে ৩.২৪ ইকোনমি রেটে তাইজুল খরচ করেছিলেন ২১৯ রান। ২০০৭ সালে ৪৫ ওভারে ঢাকা টেস্টে ভারতের বিপক্ষে মোহাম্মদ রফিক দিয়েছিলেন ১৮১ রান। আর ২০১৪ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ ওভারে ১৮১ রান দিয়েছিলেন আরেক স্পিনার সোহাগ গাজী।

সারাবাংলা/এমআরপি

টেস্ট ডাবল সেঞ্চুরি মিরাজ

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর