Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোলারির কাছে এখনও গুরুত্বপূর্ণ বেল


২ মার্চ ২০১৯ ১২:৩৮ | আপডেট: ২ মার্চ ২০১৯ ১২:৪০

।। স্পোর্টস ডেস্ক ।।

রিয়াল মাদ্রিদের হয়ে শেষ নয় ম্যাচের সাতটিতেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে তে হারের দিনেও শুরুর একাদশে ছিলেন না তিনি। তবে রিয়ালের জন্য বেলকে এখনও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি।

শনিবার (২ মার্চ) বার্সেলোনার বিপক্ষে লা লিগার ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ সোলারি বলেন, ‘সবাই জানে বেল কি করতে পারে এবং তারা এটাও জানে ক্লাবকে সে কি দিয়েছে।’

স্প্যানিশ লা লিগায় এখনো বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট কম আছে রিয়ালের। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৭, দুইয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের আছে ৫০ পয়েন্ট। আর ৪৮ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল।

চলতি মৌসুমের শুরুতে রিয়ালের অবস্থা খুব একটা সুবিধাজনক না থাকলেও, কোচ সোলারি এসে সে চিত্র অনেকটাই বদলে দেন। ক্রিস্টিয়ানো রোনলদোকে ছাড়া এই মৌসুমের শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও সোলারি দায়িত্ব পাওয়ার পর তা অনেকটাই কাটিয়ে উঠেছে রিয়াল।

তাতে রিয়াল কোচের কাছে বেল এবং অন্যান্য খেলোয়াড়দের অবদান সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে কোচ সোলারি বলেন, ‘তারা সবাই দলের জন্য গুরুত্বপূর্ণ। শিরোপা জিততে হলে পুরো স্কোয়াডকে নিয়েই জিততে হবে। ইনজুরি কাটিয়ে ওঠার পর থেকে সবকটি ম্যাচেই খেলেছে বেল, গোলও করছে।’

সারাবাংলা/এসএন

গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো সোলারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর