আরামবাগের জাহিদ ‘শো’, প্রথম জয় পেল রহমতগঞ্জ
১ মার্চ ২০১৯ ২১:২৭ | আপডেট: ১ মার্চ ২০১৯ ২১:২৮
।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ ময়মনসিংহে ঘরের মাটিতে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়েছে আরামবাগ। জোড়া গোলে ম্যাচের সবটুকু আলো কেড়ে নিয়েছেন জাহিদ হোসেন। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখলো রহমতগঞ্জ এমএফএস।
দিনের প্রথম ম্যাচে ময়মনসিংহ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। জাহিদ হোসেনের জোড়া গোলে জয় নিশ্চিত করেছে রেডরা। মুক্তিযোদ্ধার হয়ে একমাত্র গোলটি করেন ইভান।
ম্যাচের ১৩ মিনিটে মুক্তিযোদ্ধার পুরো রক্ষণভাগকে বোকা বানিয়ে নিজের প্রথম গোলটি করেন জাহিদ। লিড নেয় আরামবাগ। প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান জাহিদ। ব্যবধান দ্বিগুণ করে মতিঝিলের ক্লাবটি।
তার আট মিনিট পরেই দুর্দান্ত গোলে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা। বাঁ প্রান্ত থেকে তিন ডিফেন্ডারকে ড্রিবলিং করে মাটি কাঁপানো গতির শটে বল জালে পাঠান ইভান। এর পরে আর ম্যাচে ফিরে আসতে পারে নি মুক্তিযোদ্ধা। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ।
দিনের অন্য ম্যাচে শুক্রবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে পুরোনো রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক বিজেএমসিকে। রহমতগঞ্জের প্রথম জয় এনে দেন কঙ্গোর ফরোয়ার্ড সিয়ো জুনাপিও।
এ ম্যাচে রহমতগঞ্জের কোচ মাঠে নামাতে পারেননি তার দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাইজেরিয়ান ডিফেন্ডার মানডে ও মিডফিল্ডার ফয়সালকে। দুই জনই কার্ড সমস্যায় সাসপেনশনে ছিলেন। জুনাপিও ৭৭ মিনটে গোল করলে বাকি সময় সেটা ধরে রাখে পুরনো ঢাকার ক্লাবটি।
আগের ৭ ম্যাচের চারটি ড্র করেছিল রহমতগঞ্জ। এ জয়ে ৭ পয়েন্ট হলো তাদের। উঠে আসলো লিগ টেবিলের নবম স্থানে। ষষ্ঠ হারে বিজেএমসি ৩ পয়েন্ট নিয়ে ১২ তম স্থানে। অন্যদিকে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচেই আছে আরামবাগ।
সারাবাংলা/জেএইচ
আরামবাগ ক্রীড়া সংঘ টিম বিজেএমসি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মুক্তিযোদ্ধা সংসদ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি