২০২৪ সাল পর্যন্ত আলবাকে পাচ্ছে বার্সা
১ মার্চ ২০১৯ ১৫:৩৪ | আপডেট: ১ মার্চ ২০১৯ ১৫:৩৭
।। স্পোর্টস ডেস্ক ।।
ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বেড়েছে স্প্যানিশ ডিফেন্ডার জর্ডি আলবার। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সাল পর্যন্ত স্প্যানিশ এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি সেরেছে কাতালানরা।
বার্সার সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল আলবার।
চলতি মৌসুমে ছন্দে আছেন আলবা। তাই তার সঙ্গে নতুন চুক্তিতে তার রিলিজ ক্লজ বাড়িয়ে দিয়েছে ক্লাবটি। ১৫ কোটি ইউরো থেকে তার রিজিল ক্লব বাড়িয়ে করা হয়েছে ৫০ কোটি ইউরো।
চলতি মৌসুমে বার্সার জার্সিতে দারুণ ছন্দে থেকে নিজে কোনো গোল না পেলেও সতীর্থদের দিয়ে ১০টি গোল করিয়েছেন স্প্যানিশ এই লেফটব্যাক। ফর্ম ধরে রাকাহ্র কারণেই তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
২০১২ সাল থেকে এ নিয়ে বার্সেলোয়ার জার্সিতে সবমিলিয়ে ১৮৫টি ম্যাচে মাঠে নেমেছেন আলবা। যেখানে ৭টি গোল আছে তার।
সারাবাংলা/এসএন