বিশ্বের যেকোনো জায়গা থেকে ডিপিএল টি-টোয়েন্টি র্যাবিটহোলে
১ মার্চ ২০১৯ ১৪:৩০ | আপডেট: ১ মার্চ ২০১৯ ১৪:৩৭
।। স্পোর্টস ডেস্ক ।।
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৮-১৯ মৌসুমে অংশ নেয়া ১২ দলকে চারটি গ্রুপে ভাগ করে গত ২৫ ফেব্রুয়ারি দেশের দুই ভেন্যুতে প্রথমবারের মতো গড়িয়েছে ডিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। শুক্রবার (১ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের সেমিফাইনালের দুটি ম্যাচ। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করছে র্যাবিটহোল স্পোর্টস ইউটিউব চ্যানেল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১ মার্চ) দুপুর ২টায় সেমিফাইনালের প্রথম ম্যাচে মাঠে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে র্যাবিটহোল স্পোর্টস ইউটিউব চ্যানেল।
ডিপিএলের ম্যাচ লাইভ দেখতে ক্লিক করুন এখানে
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় সেমিফাইনালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মোকাবেলা করবে প্রাইম দোলেশ্বরকে। এই ম্যাচটিও বিশ্বের যেকোনো জায়গা থেকে দেখাবে র্যাবিটহোল ইউটিউব চ্যানেল।
সেমিফাইনালের ম্যাচ দুটি ছাড়াও আসরের ফাইনাল ম্যাচটিও দেখাবে র্যাবিটহোল।
সারাবাংলা/এসএন