Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া


১ মার্চ ২০১৯ ১২:২৮ | আপডেট: ১ মার্চ ২০১৯ ১২:৩১

।। স্পোর্টস ডেস্ক ।।

কোপা দেল রের সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা ছয়বার আসরের ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার (২৭ ফেব্রুয়ারি) ফাইনাল নিশ্চিত করলেও ফাইনালে প্রতিপক্ষ কারা, তা জানতে অপেক্ষায় থাকতে হয়েছে কাতালানদের। তবে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সেটা নিশ্চিত হয়ে গেছে। আসরের ফাইনালে ভ্যালেন্সিয়াকে পাচ্ছে টানা চার আসরের চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

সেমির প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা। এরপর দ্বিতীয় লেগে লুইস সুয়ারেজের জোড়া গোলে রিয়ালকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে নেয় বার্সা।

আরেক সেমির প্রথম লেগে রিয়াল বেতিসের বিপক্ষে প্রথম লেগে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় লেগে ১-০ গোলের জয় তুলে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের এগিয়ে থেকে ফাইনালে উঠেছে ভ্যালেন্সিয়া। তাতে টানা ষষ্ঠ আসরের ফাইনালে ওঠা বার্সা ফাইনালে লড়বে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

আগামী ২৫ মার্চ আসরের ফাইনালে ভ্যালেন্সিয়াকে মোকাবিলা করবে আর্নেস্তো ভালভারদের ছাত্ররা।

কোপা দেল রের ইতিহাসে সবচেয়ে বেশি সফলতা আছে বার্সা। ৩০ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে কাতালানরা। এছাড়াও অ্যাথলেটিকো বিলবাও ২৩ বার জিতেছে এই শিরোপা। ক্লাব রিয়াল মাদ্রিদ জিতেছে ১৯ বার। এছাড়াও অ্যাথলেটিকো মাদ্রিদ ১০ বার ও এবারের ফাইনালিস্ট ভ্যালেন্সিয়া জিতেছে ৭ বার।

সারাবাংলা/এসএন

কোপা দেল রে বার্সেলোনা ভ্যালেন্সিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর