এক্সরে রিপোর্টের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সাকিবকে
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টে টাইগার দলপতি সাকিব আল খেলতে পারবেন কী না তা কাল পরশুর মধ্যেই জানা যাবে। ১ অথবা ২ মার্চ তার চোটাক্রান্ত আঙুলে এক্সরে করা হবে। রিপোর্টে আঙুলের অবস্থার উন্নতি দেখা গেলে তবেই তিনি শেষ দুই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নেয়া শুরু করবেন। আর সেটা না হলে তিনি বিশ্রামে থাকবেন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, ‘আগামীকাল না হয় পরশু, সাকিবের আঙুলে এক্সরে করা হবে। যদি ব্যথা কম থাকে তাহলে সে অনুশীলন শুরু করবে। তারপরও যদি সে মনে করে টেস্ট সিরিজ খেলতে পারবে, খেলবে। নির্ভর করবে এক্সরে এবং তার অবস্থার ওপর। এক্সরে রিপোর্ট যদি ভালো থাকে সে অনুশীলন শুরু করতে পারবে। না হলে বিশ্রামে থাকবে।’
গত ৮ ফেব্রুয়ারি বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে বাঁহাতের অনামিকায় চোট পাওয়ায় তিন সপ্তাহের বিশ্রাম দেয়া হয় সাকিব আল হাসানকে। তাতে করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান এই বিশ্বসেরা অলরাউন্ডার।
ইনজুরি বাগড়ায় খেলা হয়নি কিউদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও। দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন কী না সেজন্য তাকিয়ে থাকতে হচ্ছে তার এক্সরে রিপোর্টের দিকে।
চোটগ্রস্থ সাকিব এই মুহূর্তে সপরিবারে অবস্থান করছেন ব্যাংককে। দুই-তিন দিন পরে তার দেশে ফেরার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে আঙুলের এক্সরেটি তিনি সেখানেই করাবেন।
** ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন সাকিব
সারাবাংলা/এমআরএফ/এমআরপি