Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রান রেটে এগিয়ে সেমিতে প্রাইম দোলেশ্বর


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

দু’দলের জয়ই সমান সমান। গাজী গ্রুপ ক্রিকেটার্স জিতেছে একটিতে। প্রাইম দোলেশ্বরও তাই। একটি করে জয়ে পয়েন্টও সমান। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির শেষ চারে উঠে গেল প্রাইম দোলেশ্বর। গাজী গ্রুপকে তারা হারিয়েছে ৩ উইকেটে।

সমীকরণটি দাঁড়িয়েছিল শুধু জিতলেই হবে না, সেমিফাইনালে যেতে দোলেশ্বরকে জিততে হবে ১৮ ওভারে। অবিশ্বাস্যভাবে তারা সেটা করে দেখিয়েছে ১৮ ওভারের শেষ বলেই। গাজী গ্রুপের দেয়া ১৪৬ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে ১৮ ওভারে ৭ উইকেটের খরচায়।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা আশা জাগানিয়া করে গাজী গ্রুপ। মেহেদি হাসান ও ওয়ালিউল করিমের ওপেনিং জুটিতে আসে ৫১ রান। এরপর অবশ্য ইনিংসটি আর বড় করতে পারেননি এই দুই ব্যাটসম্যান। ২৪ বল খেলে ব্যক্তিগত ৩৯ রানে মোহাম্মদ আরাফাতের স্পিন ঘূর্ণিতে আসলামের হাতে স্ট্যাম্পড হয়ে ফিরে যান মেহেদি।

আরকে ওপেনার ওয়ালিউল করিমও তাকে অনুসরণ করে। এবার অবশ্য বোলার ভিন্ন। আরাফাত সানি। তার কৌশলী বলটি ডাউন দ্য উইকেটে খেলতে গেলে স্ট্যাম্প ভেঙ্গে দেন উইকেটরক্ষক আসলাম। তখন তার ব্যক্তিগত রান ১২।

সেমিফাইনালের মিশনে টপ অর্ডার রনি তালুকদারের কাছে বড় কিছুই প্রত্যাশা করেছিল গাজী গ্রুপ। দু:খজনকভাবে তা পূরণে তিনি পুরোপুরি ব্যর্থ হন। ব্যক্তিগত ৮ রানে এনামুল হক জুনিয়রের বলে সাইফ হাসানের হাতে ধরা পরেন। গাজী গ্রুপের দলীয় সংগ্রহ তখন ৬৬ রান।

চতুর্থ উইকেটে অধিনায়ক শামসুর রহমান শুভ ও তৌহিদ তারেক জুটি ইনিংস মেরামত করে সপ্রতিভ ব্যাটে দলকে এগিয়ে নিচ্ছিলেন। দুজনের পারস্পারিক বোঝাপড়ায় দলীয় সংগ্রহের পাল্লাও বেশ ভারী হয়ে উঠছিল। কিন্তু হঠাৎ করেই সেখানে বাঁধ সাধেন আরাফাত সানি। উইকেটে থিতু হওয়া শুভকে ব্যক্তিগত ৩০ রানে করলেন ক্লিন বোল্ড। তার আগে দলকে দিয়ে যান ৫৬ রান।

বিজ্ঞাপন

গাজী

শুভর বিদায়ের পর বিদায় ঘণ্টা বাজিয়ে দেন তৌহিদ তারেকও। ব্যক্তিগত ২৬ রানে ফরহাদ রেজার মিডিয়াম পেসে ফিরে যান ড্রেসিংরুমে। সাতে নামা সাজ্জাদুল হক জ্বলে উঠতে চেয়েছিলেন, পারেননি। ১০ বলে ১৫ রান তোলা এই লোয়ার মিডল অর্ডারকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন ফরহাদ রেজা। ৫ রানে অপরাজিত থাকেন মাইশিকুর রহমান ও ০ রানে আবু হায়দার রনি। তাতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৫ রান সংগ্রহের পায় গাজী গ্রুপ।

জয়ের জন্য ১৪৬ রান তাড়াতে শুরুতেই হোঁচট খায় প্রাইম দোলেশ্বর। স্কোর বোর্ডে ১ রান যোগ না হতেই আবু হায়দার রনির পেস তোপে খালি হাতে ক্রিজ ছাড়া হন ওপেনার মোহাম্মদ আরাফাত। আরেক ওপেনার সাইফ হাসানও দলের জন্য সুখকর কিছু বয়ে আনতে পারেননি। ১৭ বলে ১৭ রান করে অভিষিক্ত রুহেল মিয়ার বলে কাটা পড়েন। এরপর ফরহাদ হোসেনের ২৫ বলে ৩২, ফরহাদ রেজার ১৫ বলে ৩৬ ও সৈকত আলীর ২১ বলে ২৮ রানের ইনিংসে জয়ের বন্দরে নোঙর ফেলে প্রাইম দোলেশ্বর।

গাজী গ্রুপের হয়ে বল হাতে আবু হায়দার, রায়হান উদ্দিন ২টি করে এবং রুহেল মিয়া নিয়েছেন ১টি উইকেট।

** রিজার্ভ ডে’তে গাজী গ্রুপ-প্রাইম দোলেশ্বরের ম্যাচ

সারাবাংলা/এমআরএফ /এমআরপি

গাজী গ্রুপ ক্রিকেটার্স ডিপিএল ২০১৯ প্রাইম দোলেশ্বর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর